ইমাম সাহেবঃ ঠিক আছে। ( কথা মতে, নামাজের পর দোয়া মুনাজাতে দোয়া
"হে আল্লাহ! মসজিদের সভাপতির ছেলে যেন একটি ভালো চাকরি পায়। আর বেতন যেন আমার মতোই হয়।")
মসজিদের সভাপতিঃ ইমাম সাহেব এর দোয়া শুনে রেগে গেলেন এবং বললেন যে , হুজুর, আপনি এটা কেমন দোয়া করলেন?!!! এত কম বেতনে আমার ছেলের পক্ষে সংসার চালানো কি সম্ভব?
ইমাম সাহেবঃ আমিও এই সমাজের একজন মানুষ। এই মসজিদের ইমাম, তাহলে আমার সংসার চালানো কতো কষ্টকর হচ্ছে এ কথা আপনারা কেন বুঝতে পারছেন না???