শীতে পা ফাটা দূর করার উপায়ঃ পা ফাটা থেকে পরিত্রাণ পেতে হলে শুষ্ক মৌসুমে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। খেতে হবে প্রচুর শাকসবজি ও ভিটামিন-ই, সি ও বি-২ সমৃদ্ধ খাবার। সেই সাথে পায়ের গোড়ালি সব সময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে। হাল্কা কুসুম গরম নুন-জলে পা ভেজানো যেতে পারে। শীতকালে পায়ের গোড়ালি ফাটা রুখতে হলে ঝামাপাথর দিয়ে নিয়মিত পা মাজা-Scrub করা জরুরি। এতে পায়ে ময়লা জমে না। যদি পারেন গোস/ স্নানের আগে নারকেল তেল ব্যবহার করলেও ভাল উপকার পাওয়া যায়। স্নানের পরে ময়েশ্চারাইজার ক্রিম বা অলিভ অয়েল ব্যবহার করলে পা ফাটা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। যদি এর পরেও পা ফাটা না কমে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্টেরয়েড ক্রিম ব্যাবহার করা যেতে পারে। সাবধানতা, চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও এ ধরনের ক্রিম ব্যবহার করা উচিত নয়।
পিউমিস স্টোন কি? ইংরেজি:pumice stone বা pumice এর অর্থ ঝামাপাথর বা ঝামা।