স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

আস-সালামু আলাইকুম (আরবি: ٱلسَّلَامُ عَلَيْكُمْ‎‎) সালাম দেওয়ার কয়েকটি ভুল পদ্ধতি

বিসমিল্লাহির রাহমানির রাহীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

নিছে দেখুন সালাম দেওয়ার কয়েকটি ভুল পদ্ধতি যা আমরা অজান্তে করে থাকি।

১.স্লামালাইকুম
অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )

২.আসসালামালাইকুম
অর্থ : আপনার মৃত্যু হোক ( আস্তাগফিরুল্লহ )

৩.স্লামালিকুম
অর্থ :আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ )
সেলামালাইকুম

•আসলা মালিকুম > যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় ।
আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার,
•অলাইকুম সালাম
•অলাইকুম আস-সালাম
•আলিকুম সালাম >যার উত্তরেও গজব ,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় (নাঊজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লহ্ আ'জিম) 

তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে :

সালাম এর সঠিক উচ্চারণ হলো
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি, ওয়াবারকাতুহ্।
وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
‘ওয়া আলাইকুমুস-সালাম, ওয়া রহমাতুল্লহি, ওয়া বারকাতুহ্।

আরবী দেখে এর সহীহ উচ্চারণ শিখে নেয়া উচিত অন্যথায় ‘ওয়া আলাইকুমুস সালাম’-এর স্থলে ‘অলাইকুম আস সালাম’ হয়ে যায়। 
অথচ,আসসালামুআ'লাইকুম­ মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক।
ওয়া আ'লাইকুমুসসালাম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ অর্থাৎ আপনার উপর শান্তি,রহমত ও বরকত নাজিল হোক।

১ আমি আপনার শুধু শান্তি কামনা করলাম,

২ আর আপনি আমার জন্য শান্তি, রহমত ও বরকত কামনা করলেন।


ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...