স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

লিংক কি? হাইপার লিংক এবং ব্যাকলিংক নিয়ে কিছু কথা।

লিঙ্ক এর ইংরিজি link। গুগল link অনুবাদ noun (লিংক link), (শিকলের কড়া, chain, link), ( টীম team, link) ইত্যাদি। 


লিঙ্ক কাকে বলে? এক কথায় কোন ওয়েব সাইটের ঠিকানাকে লিংক বলে। লিংক কি?  আপনি উপরে দেখতে পেয়েছে যে লিঙ্ক এর অনুবাদ।  যেমনঃ https://ctg2baliadi.blogspot.com  ওয়েব লিংক। ওয়েব সাইটে কি? এক কথাই বলতে গেলে কোন ওয়েব সাইটের নাম কে ডোমেইন বলা হয়। জেনে নিন- ডোমেইন কি বা কাকে বলে? হোস্টিং কি বা কাকে বলে। 


হাইপার লিংক কী? 

হাইপার লিংক (Hyperlink): Hyperlink অর্থ হাইপারলিঙ্ক

হাইপার লিংক কী ?

উত্তর : হাইপার লিংক হলো কিছু টেক্সট বা ইমেজ যাতে ব্যবহারকারী ক্লিক করে ওয়েবের অন্যান্য স্থানে সহজে গমন করতে পারে।


হাইপার লিংক বলতে কী বুঝায়?
একটি ডকুমেন্ট বা পেজ এর সাথে অন্য আরেকটি ডকুমেন্ট বা পেজের আন্তঃসংযোগ স্থাপন বা লিঙ্ক করাকে হাইপার লিঙ্ক বলে।

বিস্তারিত ভাবে হাইপার লিংক কাকে বলে বা হাইপার লিংক বলতে কি বুঝায়ঃ সহজ ভাযায়,  হাইপার লিংক হচ্ছে আপনার ওয়েবসাইট এর সাথে আমার বা অন্যকারো ওয়েব সাইটের সাথে মিল বা যুক্ত হওয়াকে হাইপার লিংক বলে।  (মনে করেন শিকলের কড়া) উদাহরণসহ আরও বিস্তারি ভাবে বলতে গেলে আমার বুঝি  ওয়েব সাইটের সাথে আপনার ওয়েব সাইটের সম্পর্ক স্থাপ হওয়া কে হাইপারলিঙ্ক বলে। সুতারাং এক কথায়ঃ একটি ওয়েব পেজের সঙ্গে অপর এক বা একাধিক ওয়েব পেজ বা ওয়েব সাইটের সংযোগ (Link) স্থাপন করা হয় তাকে হাইপার লিংক বলা হয়। 

হাইপার লিংক কত প্রকার বা হাইপার লিংককে কত ভাগে ভাগ করা হয় ? হাইপার লিংককে ২ ভাগে ভাগ করা যায়। যথা- (ক) ইন্টারন্যাল হাইপার লিংক, (খ) প্রক্রটারন্যাল হাইপার লিংক 


হাইপারলিঙ্ক এর কোড হলঃ 

HTML ট্যাগ <a> এবং </a> এর দ্বারা হাইপার লিংক স্থাপন করা হয় । হাইপার লিংক স্থাপন করার জন্য সিনটেক্স গঠন হল  <a href=”URL.html”>Link Text</a>


হাইপারলিঙ্ক এর কোড ব্যাবহার করে আপনি যে কোন ব্লগস্পট ব্লগ সাইটে কমেন্ট বক্সে ''লিংক কমেন্ট'' করতে পারবেন। জেনে নিন ব্লগস্পট ব্লগ সাইটে কিভাবে কমেন্ট বক্সে লিংক কমেন্ট করবেন। এই লিং কমেন্ট এর মাধ্যমে আপনি একটি ব্যাকলিংক পাবেন। ব্যাকলিংক কি? 


ব্যাকলিংক কি?

ব্যাকলিংক হচ্ছে একটি এক্সটারনাল লিংক (External Link) যা অন্য একটি ওয়েবসাইট থেকে আপনার সাইট পেয়ে থাকে। বিস্তারি বলতে গেলে, ব্যাকলিংক কাকে বলে? মনে করেন,  আপনার একটি ওয়েব সাইট আছে ''সবার জন্য উন্মুক্ত'' এবং ''সবার জন্য উন্মুক্ত'' ওয়েব  সাইটের লিংকটি অন্য একটি সাইটে কমেন্ট বা  পোষ্ট করে রাখলেন। তাহলে আপনি আপনার ''সবার জন্য উন্মুক্ত'' সাইটের জন্য একটি ব্যাকলিংক পাবেন। এভাবে যতগুলো সাইটে আপনার সাইটের লিংক দিবেন ততো গুলো ব্যাকলিংক পাবেন। এক কথায়ঃ এক ওয়েব সাইটের লিঙ্ক অন্য সাইটে থাকা কে ব্যাকলিংক বলে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...