লিঙ্ক এর ইংরিজি link। গুগল link অনুবাদ noun (লিংক link), (শিকলের কড়া, chain, link), ( টীম team, link) ইত্যাদি।
লিঙ্ক কাকে বলে? এক কথায় কোন ওয়েব সাইটের ঠিকানাকে লিংক বলে। লিংক কি? আপনি উপরে দেখতে পেয়েছে যে লিঙ্ক এর অনুবাদ। যেমনঃ https://ctg2baliadi.blogspot.com ওয়েব লিংক। ওয়েব সাইটে কি? এক কথাই বলতে গেলে কোন ওয়েব সাইটের নাম কে ডোমেইন বলা হয়। জেনে নিন- ডোমেইন কি বা কাকে বলে? হোস্টিং কি বা কাকে বলে।
হাইপার লিংক কী?
হাইপার লিংক (Hyperlink): Hyperlink অর্থ হাইপারলিঙ্ক
উত্তর : হাইপার লিংক হলো কিছু টেক্সট বা ইমেজ যাতে ব্যবহারকারী ক্লিক করে ওয়েবের অন্যান্য স্থানে সহজে গমন করতে পারে।
বিস্তারিত ভাবে হাইপার লিংক কাকে বলে বা হাইপার লিংক বলতে কি বুঝায়ঃ সহজ ভাযায়, হাইপার লিংক হচ্ছে আপনার ওয়েবসাইট এর সাথে আমার বা অন্যকারো ওয়েব সাইটের সাথে মিল বা যুক্ত হওয়াকে হাইপার লিংক বলে। (মনে করেন শিকলের কড়া) উদাহরণসহ আরও বিস্তারি ভাবে বলতে গেলে আমার বুঝি ওয়েব সাইটের সাথে আপনার ওয়েব সাইটের সম্পর্ক স্থাপ হওয়া কে হাইপারলিঙ্ক বলে। সুতারাং এক কথায়ঃ একটি ওয়েব পেজের সঙ্গে অপর এক বা একাধিক ওয়েব পেজ বা ওয়েব সাইটের সংযোগ (Link) স্থাপন করা হয় তাকে হাইপার লিংক বলা হয়।
হাইপারলিঙ্ক এর কোড হলঃ
HTML ট্যাগ <a> এবং </a> এর দ্বারা হাইপার লিংক স্থাপন করা হয় । হাইপার লিংক স্থাপন করার জন্য সিনটেক্স গঠন হল <a href=”URL.html”>Link Text</a>
হাইপারলিঙ্ক এর কোড ব্যাবহার করে আপনি যে কোন ব্লগস্পট ব্লগ সাইটে কমেন্ট বক্সে ''লিংক কমেন্ট'' করতে পারবেন। জেনে নিন ব্লগস্পট ব্লগ সাইটে কিভাবে কমেন্ট বক্সে লিংক কমেন্ট করবেন। এই লিং কমেন্ট এর মাধ্যমে আপনি একটি ব্যাকলিংক পাবেন। ব্যাকলিংক কি?
ব্যাকলিংক কি?
ব্যাকলিংক হচ্ছে একটি এক্সটারনাল লিংক (External Link) যা অন্য একটি ওয়েবসাইট থেকে আপনার সাইট পেয়ে থাকে। বিস্তারি বলতে গেলে, ব্যাকলিংক কাকে বলে? মনে করেন, আপনার একটি ওয়েব সাইট আছে ''সবার জন্য উন্মুক্ত'' এবং ''সবার জন্য উন্মুক্ত'' ওয়েব সাইটের লিংকটি অন্য একটি সাইটে কমেন্ট বা পোষ্ট করে রাখলেন। তাহলে আপনি আপনার ''সবার জন্য উন্মুক্ত'' সাইটের জন্য একটি ব্যাকলিংক পাবেন। এভাবে যতগুলো সাইটে আপনার সাইটের লিংক দিবেন ততো গুলো ব্যাকলিংক পাবেন। এক কথায়ঃ এক ওয়েব সাইটের লিঙ্ক অন্য সাইটে থাকা কে ব্যাকলিংক বলে।