স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

দেখুন হাস্যউজ্জল সুন্দর সাপ, সাপটি হাসছে---

নিচের ছবিটিতে দেখতে পাচ্ছেন !!

ছবি, সংগৃহীত

পৃথিবীরসবচেয়ে মারাত্মক বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম এটি! কিন্তু, আপনি সাপটির দিকে লক্ষ্য করে দেখুন সাপটি কতো সুন্দর যেন দেখলে চোখ জুরিয়ে যায় ।ভাল করে খেয়াল করলে মনে হবে যেন সাপটি আপনাকে দেখে হাসছে! কিন্তু ভিতরে লুকায়িত জীবননাশক বিষ! যার এক ছোবলই একজন মানুষকে মৃত্যুর মুখোমুখি করে দেয়ার জন্য যথেষ্ঠ!!

তেমনি আমাদের চারপাশেও রয়েছে এমন অনেক হাস্যউজ্জল সুন্দর চেহারার মানুষ ! যারা আপনার সম্মুখে করবে মিষ্টি হাসির অভিনয়, কিন্তু মনে তার অনিষ্টের প্রত্যয়। সুন্দর চেহারার এই বিষধর মানুষ গুলো আপনাকে আপনার অবস্হান বুজার আগেই মোহিত করে আপনাকে ছোবল মেরে মৃত্যুর কাছে পৌঁছে দিবে কোন কারন ছাড়াই । 
সংগৃহীত লিঙ্ক সুত্র-facebook-জিনাত আমান মিঙ্কু

আমাদের সকলের উচিৎ, জীবনে কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করি না। পরোপকারী হতে হলে অনেক ধনসম্পদের মালিক হতে হবে এমন নয়। কোরআন কারিমে রয়েছে, ‘আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও তাদের সম্পদ খরিদ করে নিয়েছেন, তাদের জন্য জান্নাত আছে, এর বিনিময়ে।’ (সুরা-৯ তাওবা, আয়াত: ১১১)। ‘নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী, যে ক্ষেত্রে তারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের প্রতিদান বর্ধিত করা হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান।’ (সুরা-৫৭ হাদিদ, আয়াত: ১৮)।

প্রিয় নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি সমস্যাগুলোর একটি সমাধান করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের সংকটগুলোর একটি মোচন করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করবে, আল্লাহ তাআলাও তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ-গুণ গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে।’ (মুসলিম: ২৬৯৯)। সংগৃহীত লিঙ্ক সুত্র- prothomalo-ইসলামে পরোপকারের গুরুত্ব ও ফজিলত

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...