স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

বক্তব্য কিভাবে শুরু করবেন

বিসমিল্লাহির রাহমানির রাহীম ( 'بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ‎‎)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

একজন ভাল শিক্ষক, প্রভাষক, বিজ্ঞানী,ডাক্তার,ইঞ্জিনিয়ার, ধর্মীয় নেতারা, ওয়ায়েজীন,তাফসীরবিদ, .সংবাদ উপস্থাপক,রেডিও জকিং,রিয়েলিটি শো উপস্থাপক,ধারাভাষ্যকার,টকশো, এবং কি রাজনীতিবিদ নেতা হতে হলে আপনাকে অবশ্যই বক্তৃতা বা ভাষণ দিতে জানতে হবে। বক্তা হতে হলে প্রথমে লজ্জা,শরম, ভয় এই সব থেকে মুক্ত হতে হবে। বক্তৃতাশৈলী বা উপস্থাপনা কৌশল জানা না থাকলে নেতা বা মেধাবী শিক্ষকও ছাত্রদের মাঝে জনপ্রিয়তা পান না। সমাজে হোক বা জাতীর সামনে একজন ভালো সম্মানী লোক হতে হলে একজন ভালো বক্তার কোন বিকল্প নেই। একজন ভালো বক্তা হতে হলে নিজের মতো করে ভিন্নভাবে কথা আর শব্দ গুছিয়ে বলা শিখুন। সাধারণ শব্দ ভিন্নভাবে ব্যবহার করে উপস্থাপনাকে আকর্ষণীয় করা যায়। কোনো শব্দ একটু জোর দিয়ে বলুন। কোনো কোনো শব্দ বা বাক্য ছুড়ে দেওয়ার আগে একটা ছোট্ট প্রয়োজনীয় বিরতি নিন। মিষ্টি সূরে ধীরে ধীরে প্রয়োজনে উচ্চস্বরে লজ্জা,শরম, ভয় ত্যাগ করে বক্তৃতা বা ভাষণ দেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনিও একজন ভালো বক্তা ও সম্মানিও লোক হয়ে ওঠবেন সমাজের কাছে। এবং কি সফল ব্যবসা চালাতে গেলেও কর্মীদের মাঝে অনুপ্রেরনামুলক বক্তব্য রাখা দরকার।

ভাষণ কি? ভাষণ অর্থ - [বিশেষ্য পদ] ভাষ্য; উক্তি

ভাষণ দেওয়ার নিয়মঃ ভাষণ দেওয়ার আগে অবশ্যই এর কিছু প্রস্তুুতি নিতে হবে। ভাষণটি কি বিষয়ের উপর হবে যেমন নির্বাচনের ভাষণ, জাতির উদ্দেশ্যে ভাষণ যাইহোক এর একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। প্রয়োজনে ভাষণ টি লিখে নিতে হবে বাংলা ভাষণ, ইংরেজিতে ভাষণ। তারপর এর উপর অনুশীলন করতে হবে।

কিছু ভাষণঃ
ভাষণ শুরু করার সময় (১) সম্ভাষণ : ভাষণ বা বক্তব্যের শুরুতেই উপস্থিতিদের যথাযথভাবে সম্বোধন করতে হবে। ভাষণ যদি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠান উপলক্ষে লিখতে বলা হয়, তাহলে সেখানে অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অতিথিও থাকতে পারেন। তাই ভাষণে তাদের উদ্দেশ করে সম্ভাষণ করতে হবে।
যেমন—মাননীয় প্রধান অতিথি/শ্রদ্ধেয় অধ্যক্ষ ও উপস্থিত শিক্ষকবৃন্দ/প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা/সম্মানিত উপস্থিতি।
প্রতিষ্ঠানের বাইরে হলে—মাননীয় প্রধান অতিথি/সম্মানিত সভাপতি/প্রিয় এলাকাবাসী/সংগ্রামী বন্ধুরা/সম্মানিত উপস্থিতি ইত্যাদি উল্লেখ করা যেতে পারে। সম্ভাষণ অংশের নমুনা—…দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চের সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী; সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।

(২) ভূমিকা : সম্ভাষণের পর এমন কিছু কথা দিয়ে ভাষণ শুরু করতে হবে, যাতে ভাষণের বিষয়বস্তু সম্পর্কে শ্রোতা আগাম ধারণা পায়। যে উপলক্ষে ভাষণ সে সম্পর্কে কিছু সাধারণ তথ্য তুলে ধরতে হবে।
এ অংশে প্রাসঙ্গিক উক্তি, প্রচলিত কথা কিংবা কবিতাও থাকতে পারে।

(৩) মূল বক্তব্য : মূল বক্তব্য যেন গোছালো হয়। কোনো ঘটনা বা ইতিহাসের কথা উল্লেখ থাকলে তার যেন ধারাবাহিকতা থাকে। অপ্রয়োজনীয় কথা লেখা যাবে না। যে বিষয়বস্তুর ওপর ভাষণ লেখা হচ্ছে,
সে ব্যাপারে বিস্তারিত জানতে হবে। কী উপলক্ষে কোন বিষয়বস্তুর ওপর কাদের উদ্দেশ করে ভাষণ—সে অনুযায়ী বুঝেশুনে ভাষণের বাক্য সাজাতে হবে।

পরীক্ষায় সাধারণত মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসংশ্লিষ্ট ভাষণ বেশি আসে। ওপরের প্রতিটি অংশ আলাদা আলাদা প্যারায় লিখতে হবে। মূল বক্তব্য অংশ একাধিক প্যারায় লেখা যেতে পারে; প্রতিটি প্যারার শুরুতে প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা/ সুপ্রিয় সুধীমণ্ডলী ইত্যাদি যেন থাকে।

(৪) সমাপ্তি : মূল বক্তব্যের আলোকে আশাবাদ ব্যক্ত করে কিংবা উপদেশ/অনুরোধমূলক কথা বলে ভাষণ শেষ করতে হবে। সংগৃহীত সুত্রঃ ভাষণ লেখার নিয়ম ও ধাপ
বক্তব্য কি? বক্তব্য অর্থ ১. /বিশেষণ পদ/ আলোচ্য; বলতে হবে এমন; বলবার যোগ্য; কথনীয়। ২. /বিশেষ্য পদ/ প্রস্তাব, কথা, আলোচ্য বিষয়।

আশা করি ভাষণ দিতে পারলে আপনি বক্তব্য বা উপস্থাপনা করতে পারবেন।
বক্তব্য শুরু করার নিয়ম প্রথমে শ্রোতার মনযোগ আকর্ষণের জন্য প্রশ্ন দিয়ে শুরু করা যেতে পারে। তারপর বক্তব্যের প্রাথমিক একটি ধারণা দিতে হবে। সেই সাথে আলোচনার ফলাফল কি হবে সে সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা দিতে হবে। এভাবে শুরু করলে আপনি একজন ভালো বক্তা হতে পারবেন।

উপস্থাপনা কি? উপস্থাপনা বলতে নিজের কথা এবং প্রতিভাকে উপস্থিত মানুষের সামনে তুলে ধরাকেই বুঝায়।

বক্তব্য কাকে বলে, রাজনৈতিক বক্তব্য কিভাবে শুরু করবেন, রাজনৈতিক বক্তৃতার নমুনা, উপস্থাপনা করার নিয়ম, বক্তব্য শেখার বই, বক্তব্য শুরুতে কি বলতে হয়, বক্তব্যের সূচনা, খেলার ভাষণ, জ্বালাময়ী ভাষণ, বাংলা ভাষণ লেখার নিয়ম, বক্তৃতা শিক্ষা, বাংলা বক্তব্য pdf, বক্তৃতা কি, বাংলা স্বাগত বক্তব্য, উপস্থিত বক্তৃতার বিষয়, বিদায়ী বক্তব্যের নমুনা, বঙ্গবন্ধুর ভাষণ সমূহ, ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি, বক্তৃতার উদাহরণ, শুভেচ্ছা বক্তব্য, বক্তব্যের বই, বক্তব্যের ভূমিকা, রাজনৈতিক বক্তব্য, উদ্বোধনী বক্তব্য, কিভাবে উপস্থাপনা শুরু করতে হয়, সেরা বক্তৃতা, নির্বাচনী বক্তব্য, বক্তব্য শেখার বই pdf, লিখিত বক্তব্য, শিক্ষামূলক বক্তব্য, ধন্যবাদ বক্তব্য, বক্তব্য শিখুন

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...