স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

১ লা বৈশাখ (এসো হে বৈশাখ ) ''সবার জন্য উন্মুক্ত'' পেইজের পক্ষ থেকে জানাই অগ্রিম নববর্ষের শুভেচ্ছা ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু , বার মাসে তের পার্বণ এভাবে জীবনের পাতা থেকে আরও একটি বছর যাচ্ছে চলে!!! নতুন বছর হোক সবার আনন্দ ময়। ''সবার জন্য উন্মুক্ত''  পেইজের পক্ষ থেকে জানাই অগ্রিম নববর্ষের শুভেচ্ছা ।  

১ লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ।  পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ দিয়ে বাংলা নববর্ষ শুরু হয়। বাংলা নববর্ষের প্রথম দিন কে ঘিরে নানা রঙ্গের নানা আয়োজন বৈশাখী মেলা সহ বাংলা নববর্ষের উৎসব শুরু হয়। বাংলা নববর্ষের ইতিহাস গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে চান্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। সূত্র- আরও পড়ুন- wikipedia- পহেলা বৈশাখ

বাংলা নববর্ষ এসএমএস ১৪২৮/ bangla noboborsho sms/ নেট থেকে সংগৃহীত বাংলা নববর্ষের শুভেচ্ছা এসএমএস- 

  1. একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২৮ এর পদার্পনে এসো শানিত হই নবপ্রাণে বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে । শুভ নববর্ষ.... 
  2. নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বর্ষর সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈসান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ
  3. চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…! শুভ নববর্ষ নতুন আশা নতুন প্রান নতুন হাসি নতুন গান নতুন সকাল নতুন আলো নতুন দিন হোক ভালো দুঃখকে ভুলে যাই নতুনকে স্বাগত জানাই শুভ নববর্ষ
  4. পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ...নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. .এসো হে বৈশাখ এসো এসো... শুভ নভবর্ষ
  5. পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ !!
  6. তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ !.Good bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা, নতুন বছরের,নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা !
  7. ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা । বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ” নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ।মিষ্টি মন মিষ্টি হাঁসি।শুভেচ্ছা জানাই রাশি রাশি.
  8. বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রিস্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় Wish করতে মন হল বেকুল ! শুভ নববর্ষ
  9. ইলিশ মাছের ৩০ কাঁটা''বোয়াল মাছের দাড়ি.!!!বৈশাখ মাসের ১ তারিখে''আইসো আমার বাড়ি.!!!ছেলে হলে পানজাবি'মেয়ে হলে শাড়ি.!!করব বরন বন্ধু তোমায়'আইসো আমার বাড়ি.!!! [আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল]
  10. বার মাসে তের পার্বণ এবার এলো বলে,বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে!!! নতুন বছর আসুক শুধু আনন্দের স্মপর্শ,, আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই **শুভ নববর্ষ**
  11. একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২৭ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে **শুভ নববর্ষ** নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ
  12. পুরানো সবস্মৃতি করে ফেল ইতি,পুরানো সব কষ্ট করে ফেলনষ্ট, পুরানো সব বেদনা আরমনে রেখ না, পুরোনেরহয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মনথেকে, তাকাও নব সুর্যেরদিকে। সূর্যটা হাসে, তোমায়ভালবাসে। তাইতোমাকে আমি জানাই নতুনবছরের শুভেচছা। শুভ নববর্ষ !!
  13. নতুন পোশাক নতুন সাঁজ।নতুন বছর শুরু আজ। মিষ্টি মনমিষ্টি হাঁসি।শুভেচ্ছা জানাইরাশি রাশি॥ শুভ নববর্ষ !!
  14. কাটবে রাত, আসবে প্রভাত। যাক পুরাতন, যাক মুছে যাক সব দুঃখ। নতুন বছর, নতুন আশা, সঙ্গে থাকুক ভালবাসা। শুভ নববর্ষ ।
  15. ভুল কে আজ দাও ছুটি,বিবাদ কে আজ দাও বিদায়।মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজবন্ধু কর। এই সময় এই ক্ষনপাবে তুমি কতক্ষনআসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই, ভালবাসায়ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার নববর্ষ নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন। শুভ নববর্ষ
  16. রাঙা আবির মেখে চোখে চোখে মনের কথা সে বলছে,নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।রং মেখে ললনা, হালে দুলে চলনা।এমন দিনে কেউ করোনা ছলনা। “শুভ পহেলা বৈশাখ” স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাসাও রঙিন ভেলায়। ফিরে চল মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রানে, খুঁজে নাও বাচার মানে। শুভ নববর্ষ…
  17. মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর। এই সময় এই ক্ষন পাবে, তুমি কতক্ষন আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই, ভালবাসায় ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার নববর্ষ। ( valobasharsms থেকে সংগৃহীত) 

শুভ নববর্ষ, শুভ নববর্ষের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস, শুভ নববর্ষ স্ট্যাটাস, shuvo noboborsho status, নববর্ষের ছবি ডাউনলোড নববর্ষের শুভেচ্ছা বার্তা, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল, বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী, বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড, বাংলা নববর্ষের প্রথম দিন কি, বাংলা নববর্ষের শুভেচ্ছা, বৈশাখ শব্দের অর্থ কি , বৈশাখ মাস , বৈশাখ মাস কত দিনে হয়, বৈশাখের কবিতা, বৈশাখী মেলা অনুচ্ছেদ, বৈশাখী মেলার ইতিহাস, 1 boishakh 2021/ ১ বৈশাখ ২০২১/ 1 la boishakh 2021/ ১ লা বৈশাখ ২০২১ , 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...