বাংলা ১২ মাসের নামঃ ১) বৈশাখ (৩১ দিন), ২) জ্যৈষ্ঠ (৩১ দিন), ৩) আষাঢ় (৩১ দিন), ৪) শ্রাবন (৩১ দিন), ৫) ভাদ্র (৩১ দিন), ৬) আশ্বিন (২৮ দিন), ৭) কার্তিক (৩০ দিন), ৮) অগ্রায়ন (৩০ দিন), ৯) পৌষ (৩০ দিন), ১০) মাঘ (৩০ দিন), ১১) ফাল্গুন (৩০ দিন), ১২) চৈত্র (৩০ দিন)
বাংলাদেশের ছয়টি ঋতুঃ ১) গ্রীষ্মকাল (বৈশাখ ও জ্যৈষ্ঠ), ২) বর্ষাকাল (আষাঢ় ও শ্রাবন), ৩) শরৎকাল (ভাদ্র ও আশ্বিন), ৪) হেমন্তকাল (কার্তিক ও অগ্রায়ন), ৫) শীতকাল (পৌষ ও মাঘ), ৬) বসন্তকাল (ফাল্গুন ও চৈত্র)
বাংলা সাল গণনা শুরু করেন কে/ কে প্রথম বাংলা সাল গণনা শুরু করেন- আকবর।
ব্যাখ্যাঃ কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর ১৫৮৪ খিষ্টাব্দে ১০/১১ মার্চ বাংলা সন প্রবতর্ন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবতির্ত হয়। এটি প্রথম 'ফসলিসন' নামে পরিচিতি পায়, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়। আর বাংলা নববর্ষ পালন শুরু করেন সম্রাট আকবরই। তারপর থেকে মোগলরা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত পহেলা বৈশাখ পালন করতেন।
আজকের আলোচনার মূল বিষয় শীতকাল
পৌষ ও মাঘ মাস শীতকাল কিন্তু অগ্রহায়ণ মাস থেকেই শীতের সূচনা হতে থাকে। এমন শীতের আগমনে সর্বত্রই যেন পরিবর্তন লক্ষ করা যায়। গননা অনুযায় হেমন্ত ঋতুর পরে শীত ঋতু। শীতকালীন আবহাওয়া অনেকের খুব পছন্দ। গ্রাম থেকে শহরের মানুষ এর কাছে শীতের আলাদা আনন্দ অনুভব করে থাকে । শীতের রাত বড় হওয়ায় ঠান্ডায় প্রকৃতির মাঝে কম্বল, লেপ এবং কাঁথা মুড়ি দিয়ে গভীর ঘুম দেওয়া যায়। সকালে ঘনকুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা থাকে। ঠাণ্ডা হাওয়ায় 'হাড় কাঁপানি শীত' জেঁকে ওঠে। তখন শীতের দাপট কাটিয়ে ওঠার জন্য সাধ্য মতো শীতবস্ত্র পরিধান করে শীত উপভোগ করে।
শীত বাংলা সাল এর ৫ (পঞ্চম) ঋতু। পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল।শীতকাল সাধারণত শুষ্ক ঋতু এবং সময় এর দিকে নজর দিলে বুঝা যায় দিনের তুলনায় রাত হয় দীর্ঘ। শীতের সময় খেজুর গাছের রস আর নতুন চালের গুঁড়ো দিয়ে ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠা পায়েস খাওয়া হয় ।
শীতকালীন পিঠার নাম - ভাপা, পাটিসাপটা, পাকন, পুলি, মিঠা, ক্ষীরপুলি, নারকেলপুলি, আনারকলি, দুধসাগর এবং চিতই ইত্যাদি।
শীতকালীন ফুলের নাম -শীত কালে অনেক ফুল ফোটে - গাঁদা, অশোক, ইউক্যালিপটাস, কুরচি, ক্যামেলিয়া, বাগানবিলাস, গোলাপ এবং সরিষা ইত্যাদি।
শীতকালীন ফলের নাম - বরই, জলপাই, আমলকি, সফেদা, কমলালেবু, আপেল আর ডালিমের ইত্যাদি।
শীত কালের সবজি- শীতের সময় বাজারে বেশি দেখা যায় ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লালশাক, পালংশাক, মুলা, শালগম, শিম, টমেটো, পেঁয়াজ পাতা, লউ, ব্রোকলি, মটরশুঁটি, গাজর, ধনিয়াপাতা ইত্যাদি।
শীতের সকালের এসএমএসঃ একটি সুন্দর সকালের শুভেচ্ছা বিনিময় করুন মিষ্টি এসএমএস দিয়ে।
- শিশির ভেজা কোমল হাওয়া, নরম ঘাসের আলতো ছোয়া। মিষ্টি রোদের নরম আলো, আঁখি মেলে দেখবে চলো! সবাইকে-*শুভ সকাল*
- কাঁকন শীতে শীতল ধূমপান কুয়াশায় সবাইকে শুভ সকাল কামনা করছি ... শুভ সকাল
- নিদ্রাহীন রাত শেষে আবার হাসতে হাসতে রোদ উঠল। ভোরের আলো আবার ফেটে গেল। দিনটি কাটানো সবার পক্ষে ভাল। একটি নতুন দিন শুরু হয়েছে, এবার "গুড মর্নিং"
- তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি, তুমি পাহাড়ের গায়ের ঝর্নার পানি, তুমি বর্ষার এক পসলা ব্রিষ্টি, তুমি সকালে উদিত সুর্যের আলো, তুমি হলে বন্ধু আমার অনেক ভালো "শুভ সকাল"
- আজ সারা সকালে টিপ-টিপ কুয়াশা পড়ছে, শীতের শীতে শরীর জমে যাচ্ছে। রিমঝিম হৃদয় বিরক্ত। কুয়াশা-ভেজা মন আপনাকে শুভ সকাল বলছে। সুপ্রভাত
- সকালে, দরজা খুলুন, বন্ধু, আপনি উঠুন। আপনার মোবাইলে সেই এসএমএসটি দেখুন। সুতির মোবাইলটি খুলুন এবং এসএমএসটি পড়ুন। এসএমএস আপনাকে শুভ সকাল বলে রে। সুপ্রভাত
- সুখের জন্য "স্বপ্ন", দুঃখের জন্য "হাসি", দিনের জন্য "আলো", চাঁদের জন্য "রাত", মনের জন্য "আশা", তোমার জন্য আমার "ভালবাসা" ....... শুভ সকাল
- রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। “শুভ সকাল”.
- কেয়া হয়ে যদি থাক আমার বাগানে। যত্ন করে রাখব তোমায় আমারি মনে। ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল। রোজ সকালে বলব তোমায় , শুভ সকাল.
- সকাল বেলার সোনালী আলো, আজ মনটা অনেক ভালো, কিচির মিচির ডাকছে পাখি, খুলে দেখ দুটি আঁখি, শুভ হোক আজকের দিন, জানাই তোমায় GooD MorninG
শীতের এসএমএস
- শেষ হলো বর্ষার দিন, সামনে আসিতেছে শীতের দিন। কাপতে হবে টিন টিনা টিন টিন। আগে থেকেই প্রস্তুতি নিন। শীতের জামা কাপড় কিনে নিন।
- আকাশে আজ মেঘ জমেছে, রাগ করেছে ভারী। আজ নাকি সারাদিন রোদের সাথে আরি। রোদটাও খুব অভিমানী উঠতে নাহি চায়, এই সুজগে শীত নাকি দারুন মজা পায়।
- এল শীত তোমার ধারে, একা তুমি থেকো নারে । সাথে রেখো শুধু তারে, ভালোবাসো তুমি যারে । এখুনো শুধু তার কাম, জানি আমি তার নাম । সেই তোমারসম্বল, তার নাম কম্বল ।
- শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটোদাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝেনিও আমিআছি তোমার পাশে সারাক্ষন