২০২১ সাল নিয়ে স্ট্যাটাসঃ সবার জন্য উন্মুক্ত ২০২১ ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা happy new year 2021 বাংলা এসএমএস sms bangla নতুন বছরের শুভেচ্ছা ২০২১।
2021 সালের ক্যালেন্ডার সরকারি / ২০২১ ক্যালেন্ডার pdf
২০২১ সালের সরকারি ছুটির তালিকা pdf / ২০২১ সালের ছুটির তালিকা/ ২০২১ ক্যালেন্ডার pdf
অমর একুশে বইমেলা ২০২১, আগের মতো ফেব্রুয়ারি মাসের প্রথম দিন মেলা উদ্বোধন হবে কি হবে না তাহা বলা যচ্ছে না। এর মূল কারণ একটাই করোনাকালীন সময়। আশা করি বই প্রেমীদের জন্য করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনেই অমর একুশে বইমেলা ২০২১ হবে বা চলবে।
২০২১ সালের রাশিফল
রাশিফল কয়টি? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ১২ রাশির মানুষের বৈশিষ্ট চিহ্নিত করা হয়েছে। বারটি রাশির নাম- ১) মেষ, ২) বৃষ, ৩) মিথুন, ৪) কর্কট, ৫) সিংহ, ৬) কন্যা, ৭) তুলা, ৮) বৃশ্চিক, ৯) ধনু, ১০) মকর, ১১) কুম্ভ ও ১২) মীন।
মেষ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ২০২১ শুরু থেকেই খুবই ইতিবাচকভাবে শুরু হবে। খুবই সৌভাগ্য নিয়ে এই রাশির জাতক জাতিকারা বছর শুরু করতে চলেছেন। বন্ধু থেকে আত্মীয় সকলের সঙ্গেই দারুন ভালো সময় কাটবে এই সময়। তবে কাজেক দিকে মনোনিবেশ বাড়াতে হবে। আর্থিক দিকে প্রবল উন্নতি রয়েছে। প্রেমভাগ্যও তুঙ্গে থাকবে।
বৃষ শুধু ভাগ্যের জোরে এই বছরে বহু সমস্যা কাটিয়ে উঠবেন আপনি। নতুন সৃজনশীল ক্ষমতা নিয়ে ২০২১ আপনাকে সুখবর দিতে চলেছে। নিজের কাজের ক্ষেত্রেও খুব ভালো পারফরম্যান্স আসবে আপনার। কেরিয়ারের বৃদ্ধির ক্ষেত্রে এই বছর আপনাকে সুখবর দিতে পারে। তবে ২০২১ এর সেপ্টেম্বর থেকে আপনার দারুন ভালো সময় কাটবে। ২০২১ সালে প্রেম, দাম্পত্যজীবন খুবই সুখে কাটবে। পরিবার থেকে যা আশা করথেন তাইই পাবেন।
মিথুন বহু বাধা কেটে যাবে ২০২১ সালেষ অনেক পুরনো সংঘাত কাটিয়ে সুসময়ের দিকে যাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভালো সময় ২০২১। যাঁরা বিয়ে করতে চাইছেন, তাঁরা ২০২১ সালে বিবাহিত জীবনের দিকে এগিয়ে যাবেন। পড়ুয়াদের ক্ষেত্রেও ২০২১ মিথুন রাশির জাতক জাতিকাদের সুসময় এনে দেবে।
কর্কট ২০২১ সাল খানিকটা ব্যাকফুটে গিয়ে শুরু হতে পারে। বছরের প্রথমের দিকে কিছুটা পরিশ্রম ও লড়াই করতে হতে পারে। তবে কাজের জায়গায় ক্রমাগত পরিশ্রম দিলে , তবেই তার থেকে লাভ নিতে পারবেন। ২০২১ খরচ প্রবলভাবে বাড়তে থাকবে। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা আসবে। দাম্পত্য জীবনে সংঘাত দেখা দিতে পারে। তবে কেরিয়ারে স্থায়িত্ব আসবে ২০২১ সালে।
সিংহ ২০২১ সালে কিছু বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি জেদি হতে পারেন। নিজের পরিবারের দিকে নজর দিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত আপনি ২০২১ সালে নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কেরিয়ার ও বিবাহিত জীবনের মধ্যে একটি বড় সংঘাত আসন্ন, তার মুখোমুখি হয়ে সমাধান করাই আপনার সামনে বড় চ্যালেঞ্জ হবে। প্রেমের ক্ষেত্র বিলাসিতা বড় জায়গা করে নেবে।
কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে ২০২১ সালে কোনও বড় সুখবর আসন্ন। নতুন কিছু করে দেখানোর তাগিদে আপনারা বহুদূর পর্যন্ত এগিয়ে যাবেন। তবে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কেরিয়ারের উন্নতির জন্য ব্যাপক সুযোগ এবছর আসবে। তার হাত ধরেই আসবে সাফল্য। জীবনের বহু দিক সম্পর্কে এই বছরে ভাবনা চিন্তা করার সময় এসেছে। আর সেদিকে এগিয়ে যেতে হবে।
তুলা ২০২১ আপনার জীবনের অন্যতম সফল বছর হিসাবে উঠে আসবে। আপনার ব্যক্তিগত জীবনে এই বছর আপনাকে ব্যপক সাফল্য এনে দেবে। গত বছরের তুলনায় ২০২১ আপনাকে অনেক বেশি সুখী করবে। অনেক কম বাধা বিপত্তি পার হতে হবে এই ২০২১ সালে। তবে মায়ের স্বাস্থ্য ও আপনার নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আপনাকে। কাজের জায়গায় প্রবল উন্নতি, বেতন বৃদ্ধি রয়েছে চোখে পড়ার মতো। আপনার কাজের প্রভূত প্রশংসা হতে চলেছে ২০২১ সালে। আপমার বিবাহিত জীবন খুব সুখে কাটবে।
বৃশ্চিক মন্দ , ভালো মিশিয়ে ২০২১ সাল আপনার কাটবে। যে কাজেই হাত দেবেন,তাতে অনেকটা সাহস যোগাতে হবে। আর্থিক প্রবল উন্নতি আপনাকে সুখী করবে। ২০২১ সাল আপনার প্রেমের সম্পর্কের জন্যও খুব ভালো। অবিবাহিতরা এই ২০২১ সালে বড় কোনও সুখবর পেতে চলেছেন।
ধনু ধনু রাশির জাতক জাতিকারা ২০২১ সালে বড়সড় সারপ্রাইজ পেতে চলেছেন। সমৃদ্ধি, সাফল্য এই বছর আপনাকে কেন্দ্র করে আবর্তিত হবে। প্রতিটি কাজে আপনার উচ্চাকাঙ্খা থাকবে। বহু ক্ষেত্রে সৌভাগ্য পেয়ে আপনি উন্নতির রাস্তায় হাঁটবেন। নিজের সামাজিক গণ্ডিও আপনি বিস্তার করবেন এই বছরে কাজ ও পরিবারে দারুন ভারসাম্য থাকবে। তবে স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন।
মকর মকর রাশির জাতক জাতিকারা এই বছরে আত্মসমালোচনার পথ ধরবেন। তবে আর্থিক দিক দিয়ে একটু সতর্ক থাকতে হবে। বিবাহিতরা আর্থিক দিকের নজর রাখুন। কাজের জায়গায় ইগো সংঘাত সমস্যা বাড়াতে পারে। তবে পড়ুয়াদের জন্য ২০২১ সাল দারুন ভালো।
কুম্ভ বহু ধরনের অভিজ্ঞতা ২০২১ সালে পাবেন আপনারা। বছরের প্রথমের দিকে খানিকটা মুষড়ে পড়তে পারেন আপনারা। তবে বছরের পরের দিকে তা আর থাকবে না। জীবনের বড় সড় ব্যপ্তি দেখা যেতে পারে। বিয়ে, প্রেমের ক্ষেত্রে ২০২১ ভালো সময়। অবিবাহিতদের জীবনে নতুন কেউ আসতে পারে।
মীন মীন রাশির জাতক জাতিকারা মিশ্র অভিজ্ঞতার শিকার হবেন ২০২১ সালে। তবে এই বছরে প্রবল খরচ হবে। যদিও নতুন বন্ধুত্ব আসবে এই বছর। সামাজিক ভাবে আপনার উন্নতি দেখা যাবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। বহু পরিশ্রমের পর মিলবে কাঙ্খিত সাফল্য। সংগৃহীত সুত্র- ২০২১ সাল কেমন কাটবে! জানুন বার্ষিক রাশিফল কী বলছে
২০২১ সালের এসএসসি পরীক্ষা কবে হবে ঃ জুন মাসে এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।মঙ্গলবার (২৯ ডিসেম্বর ২০২০) দুপুর ২টায় অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এসব কথা বলেন মন্ত্রী।