আমি শুধু আমি। আমাকে দিয়ে কিছু হবে না। বাংলাদেশের গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর ২০২০ সবচেয়ে বেশি গড় আয়ু মোনাকোর অধিবাসীদের (৮৯.৪ বছর)। এরপরই আছে জাপান (৮৫.৩ বছর)। সেই অনুযায়ী জীবনের মাঝ পথে এসে পোঁছালাম। এই জীবনে কিছু করতে পারলাম না। অকর্মার ঢেঁকি অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। ভাগ্য বলে কিছুই নেই, কিছু করতে পারি না। যা করতে চাই, ব্যর্থ হয়ে যায়। গরীব ঘরে জন্ম কপালে সুখ নাই, হতভাগা। কিছু করতে চেয়েও করা হয় না, অর্থের অভাবে।অকর্মার ঢেঁকি আমাকে দিয়ে কিছু হবে না।
স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু স্বপ্ন পূরণ করতে পারিনা। ছোট বসয়ে জানতাম সুস্বাস্থ্যই জীবন সুখের মূল। তাই খাওয়ার পিছে ছুটতাম। বাস্তবে দেখতেছি অন্য। বর্তমানে টাকা সর্ব সুখের মূল। টাকা ছাড়া জীবন অচল, টাকা ছাড়া এই জগতে পিরিতিও জমে না। সত্যি বলতে, আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ আর বাস্তবতার মাঝে জীবন অনেক তফাৎ। বাস্তবতা অনেক কঠিন।হারতে হারতে নিঃস্ব, জীবন খাতায় শূন্য আজ বড় একা। সবাই ভালো আছে, আমি আজ আকাশের মত একেলা। অকর্মার ঢেঁকি আমাকে দিয়ে কিছু হবে না।
আবার ঘুরে দাঁড়াব, ইনশাআল্লাহ। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাকে শক্তি দাও। রহম করো আল্লাহ । শূন্য থেকে শুরু করার জন্য ধর্য্য দাও আল্লাহ্। ধৈর্য সহকারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করার সুযোগ করে দাও। পরিবার পরিজন নিয়ে সুন্দর ও সহজ সরল জীবন যাপন করার পথ দেখিয়ে দাও আল্লাহ । (হে আসমানসমূহ ও যমীনের স্রষ্টা! আপনিই দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক। আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন) আমিন।
কপালে যা আছে হবে, অতীত বর্তমান ভবিষ্যৎ দিয়ে নতুন করে পরিকল্পনা বাস্তবায়ন এর লক্ষে সামনে অগ্রসর হচ্ছি। নতুন এক আশার আলো জ্বালিয়ে স্বপ্নকে বুকে ধারন করলাম। সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম বিরহ, রং তামশার সঙ্গ নিয়ে জীবন সংগ্রামে অংশ গ্রহন করার শপত নিলাম। একান্ত নিজের বুদ্ধি বল, এই চাড়া আর কিছু নাই। নিজের বুদ্ধিকে ভালো কাজে পরিচালিত করে অবিরাম পথ চলব ইনশাল্লাহ। এই আমার অঙ্গীকার। আল্লাহ্ চাইলে আমিও পারব জয় করতে ''ইনশাল্লাহ'' মা বাবা ও মোরববিদের দোআর বরকতে আমিও পারবো। ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ্। আল্লাহ্র রহমতে সুস্থ থাকলে সবাইকে বলতে পারবো আমিও পেরছি। আল্লাহুআকবার। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন। অন্য কোন এক দিন এই পোষ্টের বাকী অংশ লেখব ইনশাল্লাহ= আল্লাহ্ হাপেয।