স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

দুই বন্ধু- গল্প

একবার দুই বন্ধু জঙ্গলে বেড়াচ্ছিল। এমন সময় এক ভাল্লুক এসে তাদের আক্রমণ করল। একজন দৌড়ে পালিয়ে এক গাছে চড়ে লুকিয়ে পড়ল। কিন্তু অন্যজন কিছু করতে না পেরে মাটিতে মরার ভান করে পড়ে রইল।


ভাল্লুক তার কাছে এসে তাকে শুঁকতে লাগল। সে তার নিশ্বাসও বন্ধ করে রইল। ভাল্লুক তার মুখ শুঁকে তাকে মরা মনে করে চলে গেল। ভাল্লুক চলে গেলে অন্য বন্ধু গাছ থেকে নেমে হেসে জিজ্ঞাসা করল, ‘ভাল্লুক তোমার কানে কানে কি বলল?’

‘ভাল্লুক বলল বিপদের সময় যারা বন্ধুকে ফেলে পালায় তারা মোটেও ভালো লোক নয়।’ সুত্রঃ (bangla.bdnews24)  

খুব চমৎকার একটি শিক্ষণীয় গল্প এখান থেকে জানা যায় যে, অকৃতজ্ঞ বন্ধু বিপদের সময় সঙ্গ ত্যাগ করে। এমন বন্ধু থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...