একবার দুই বন্ধু জঙ্গলে বেড়াচ্ছিল। এমন সময় এক ভাল্লুক এসে তাদের আক্রমণ করল। একজন দৌড়ে পালিয়ে এক গাছে চড়ে লুকিয়ে পড়ল। কিন্তু অন্যজন কিছু করতে না পেরে মাটিতে মরার ভান করে পড়ে রইল।
ভাল্লুক তার কাছে এসে তাকে শুঁকতে লাগল। সে তার নিশ্বাসও বন্ধ করে রইল। ভাল্লুক তার মুখ শুঁকে তাকে মরা মনে করে চলে গেল। ভাল্লুক চলে গেলে অন্য বন্ধু গাছ থেকে নেমে হেসে জিজ্ঞাসা করল, ‘ভাল্লুক তোমার কানে কানে কি বলল?’
‘ভাল্লুক বলল বিপদের সময় যারা বন্ধুকে ফেলে পালায় তারা মোটেও ভালো লোক নয়।’ সুত্রঃ (bangla.bdnews24)
খুব চমৎকার একটি শিক্ষণীয় গল্প এখান থেকে জানা যায় যে, অকৃতজ্ঞ বন্ধু বিপদের সময় সঙ্গ ত্যাগ করে। এমন বন্ধু থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।