স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

বলতে পারেন- আমরা এমন কেন!?

 বলতে পারেন- আমরা এমন কেন!? জীবনের বাস্তব সত্য কথা। ভুলে থাকি যত পারি। কি আর করা এই ভেবে যে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। 

☛ রাতের অন্ধকারকে সবাই ভয় করি,কিন্তু কবরের অন্ধকার নিয়ে চিন্তাও করি না।
☛ চোখের সামনে কত লাশ কবরে পাঠাই, কিন্তু ভুলে যায় যে, নিজেরও একদিন যেতে হবে।
☛জাহান্নামের শাস্তির কথা সবাই জানি, কিন্তু এরপরও পাপের প্রতিযোগীতায় সবার শীর্ষে।
☛ আল্লাহকে রিজিকদাতা বলে বিশ্বাস করি, কিন্তু সন্তানাদি বেশী হলে, বলি-খাওয়াবে কে ?
☛ জান্নাতে সবাই যেতে চাই, কিন্তু সৎকাজে অনেক পিছিয়ে থাকি।
☛ মা জননীকে অনেক-অনেক ভালবাসি, কিন্তু বউ এর জন্য আনি ঢাকাই শাড়ী।
☛ মিথ্যা বলা মহাপাপ সবাই জানি, কিন্তু মোবাইলে প্রতিদিন কত রঙ্গের মিথ্যা বলি।
☛ রোগমুক্তির জন্য সকালে উঠে দৌড়াই, কিন্তু ফজরের নামাজের জন্য উঠতে পারি না।
☛ নিজের সন্তানদের কতই না আদর করি, কিন্তু বুড়ো মা-বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই।
☛ জান্নাতে অফুরন্ত শান্তির উপর বিশ্বাস আছে, কিন্তু সহজেই আত্মভোলা হয়ে যায়।
☛ জীবনের হায়াত থেকে একটি বছর চলে গেল, কিন্তু আমরা "হ্যাপি বার্থ ডে" নিয়ে আত্মহারা।
☛ আমরা নিজেদেরকে সৃষ্টির সেরা মনে করি, কিন্তু এমন কাজ করি পশুত্বকেও হার মানায়।
☛ আমরা জানি মৃত্যু অনিবার্য সত্য, কিন্তু এরপরও শতবছর গ্যারান্টি যুক্ত বিল্ডিং তৈরীতে মত্ত।
☛ আমরা যৌবনে কতই না পাপ করতেছি, কিন্তু যৌবন একদিন চলে যাবে, পাপ থেকে যাবে।
☛ পশুরা আমাদের সামনে অশ্লীল কাজ করতে লজ্জা পায়, কিন্তু আমরা কারো পরওয়া করি না।
☛ মৃতলোকটি ভাল না খারাপ জানা নেই, কিন্তু জানাজার পরে সবাই বলি, লোকটি ভাল ছিল।
☛ শরীরে রোগ হলে ভাল ডাক্তারের কাছে যাই, কিন্তু অন্তরের চিকিৎসার জন্য ভাল আলেমের কাছে যায় না।
☛ মা বাবাকে সবাই ভালবাসি, কিন্তু এরপরও পত্রিকায় নিউজ আসে ছেলের হাতে বাবা খুন- মা খুন।
☛ নামাজ, রোজা না করিলে লজ্জা লাগে না, কিন্তু কোরবানী না দিলে লজ্জা লাগে।


সংগৃহীত 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...