নারী শক্তিঃ কোন বিষয়ে ১০০ জন পুরুষের দেওয়া অনুপ্রেরণায় একজন পুরুষ যতোটা অনুপ্রাণিত হবে, মাত্র একজন নারীর অনুপ্রেরণায় সেই বিষয়ে ঐ পুরুষ তার চেয়ে দ্বিগুণ অনুপ্রেরণা লাভ করবে।
অতএব,হে চির মহিয়সী নারী!
তুমিই ঠিক করো একজন পুরুষকে তুমি কোন পথে অনুপ্রাণিত করবে? সৎপথে? নাকি অসৎ পথে? একজন পুরুষকে তুমি মহানায়ক হতে সাহায্য করবে নাকি তাকে খলনায়ক গঠনে ভূমিকা রাখবে?
তোমার দেওয়া উৎসাহ উদ্দীপনায় তুমি পুরুষকে ইতিহাসের বীর তৈরি করবে নাকি তাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে? তোমার দেওয়া অনুপ্রেরণায় তাকে পৌঁছে দেবে সাফল্যের উচ্চ শিখরে নাকি তোমার বিরুপ আচরনে তাকে টেনে নামাবে ধ্বংসের অতল গহব্বরে? কোনটা করবে?
নারী,
তুমি বুদ্ধিহীনা নও। যুগে যুগে তুমি প্রমান দিয়েছো তুমি বুদ্ধিমতি। ইতিহাস সাক্ষী, তুমি তৈরি করেছো হাজারো বীর। তোমার দেওয়া উৎসাহ উদ্দীপনায় কতো রাজা মহারাজা ছিনিয়ে এনেছে বিজয় মাল্য। তোমার গুণে মুগ্ধ হয়ে কতো কবি রচনা করেছে কাব্য।
তোমার দেওয়া সাহস বুকে নিয়ে কতো নাবিক করেছে উত্তাল সমুদ্র পার। তোমার অণুপ্রেরনায় অনুপ্রাণিত হয়ে কতো পুরুষ পৌঁছেছে তার স্বপ্নের কাঙ্ক্ষিত গন্তব্যে। তুমি পারো নারী, তুমি পারো।
তুমিই পারো পুরুষকে বিশ্বনন্দিত বানাতে। তুমি পারো তাকে জীবনের কঠিন বাস্তবতায় দৃঢ়তার সাথে অটল অবিচল থাকার অনুপ্রেরনা যোগাতে। তুমি পারো ভালোবাসা, মায়া, মমতা, সহযোগীতা, সহমর্মিতার কোমল স্পর্শে তাকে সাফল্যের সিঁড়িতে পৌঁছে দিতে।
তুমি পারো তার নিরাশায় ভরসা হতে, হতাশায় সাহস যোগাতে, ব্যথায় প্রলেপ লাগাতে, যন্ত্রণায় শান্তনার বাণী শুনাতে। সুতরাং, let's go নারী!
.
তোমার ক্ষমতা কাজে লাগাও। আজ থেকেই মিশন শুরু করো। কারো স্বপ্ন পুরুনের প্রত্যাশিত পথে চলতে যুগের সাথে তাল মিলিয়ে প্রতিযোগী নয়, চলো সহযোগী হও
নেট থেকে সংগৃহীত।