স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

রোমাঞ্চকর রোম্যান্টিক আড্ডা থেকে বাড়ি

Image result for আড্ডা
রোমাঞ্চকর রোম্যান্টিক আড্ডা থেকে বাড়ি, শিরোনাম দেখে হইত ভাবতেছেন- এইটা আবার কি? আড্ডা থেকে বাড়ি, জীবনের পাতা থেকে ইতি হয়ে যাওয়া একটি স্মরণীয় দিন থেকে নেওয়া হয়েছে। এই স্মরণীয় দিনটাকে মনে রাখার জন্য অনলাইনে বল্গ সাইটে লিপিবদ্ধ করলাম মাত্র। প্রতিটি স্মরণীয় দিনের একটি মজার ঘটনা ঘটে থাকে। তাই ইতি হয়ে যাওয়া ঐ দিনটাকে জীবনের গুরুত্ব পুণ্য দিন হিসাবে সবাই নিজের মত করে লিপিবদ্ধ করে রাখে। ঠিক তেমন করে আমিও লিপিবদ্ধ করলাম। 


আজ আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটি রোমাঞ্চকর রোম্যান্টিক ঘটনা। এমন ঘটনা বারবার ঘটে না তাই মনের আনন্দের রোমাঞ্চকর রোম্যান্টিক আড্ডা থেকে বাড়ি, গল্প কাহিনীটা শুরু করলাম। গল্প কাহিনীটা শুরু করার আগে বলেই রাখলাম এইখানে বন্ধুদের ছন্দ নাম ব্যাবহার করে গল্প লেখব। সকল বন্ধুদের প্রথম নামের অক্ষর দিয়ে ছন্দ নাম ব্যাবহার করে রোমাঞ্চকর রোম্যান্টিক আড্ডা থেকে বাড়ি গল্প লেখা শুরু করলাম।


আড্ডাঃ সবাই কাজ কর্ম শেষ করে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার রাতে Ba,Mon,Min,Cha,O পাঁচ বন্ধু মিলে আড্ডা দেওয়ার জন্য একটি প্রোগ্রাম করলাম। একে একে সবাই এক জাগায় একত্রীত হলাম। এর মাঝে Ba,O,Cha বিবাহিত Min, Mon অবিবাহিত। বন্ধুদের আড্ডা মানে হাঁসি, খুশি, রং তামশা, বিড়ি সিগেরেট, তামাক নেশা, গান বাজনা রংবেরঙের বিনেদন ইত্যাদি। আড্ডা বেশ জমছিল। বিবাহিত ও অবিবাহিত বন্ধুদের রুমাঞ্চকর আড্ডা খানা। আড্ডা দিতে দিতে রাতের ১১টা বেজে গেল। পরের দিন শুক্রবার বিকেলে আবার সবাই একত্রীত হব। এই বলেই একে ওপরের কাজ থেকে বিদায় নিয়ে, নিজ নিজ বাসাই চলে গেল। বাসাই যাওয়ার পরে ঘটল ঘটনা।

Cha: বাসাই গিয়ে নিজ স্ত্রীর সঙ্গে ফোন আলাপ শুরু করে দিল। তামাক নেশার ঘোরে গল্প করতে করতে রাত বাজে প্রায়১২টা। স্ত্রীর সাথে কি কথা হল জানি না। Ba কে ফোন দিয়ে, Cha  বলে, দুস্ত কই আছ, Ba ভয় পেয়ে গিয়ে Cha কে বলে কি হইছে?? Cha এর উত্তর দিতে রাজি না, তাই দেখা করতে বলে। এইত বেদে গেল মোহাকাণ্ড।

Ba: ভাবতেছে কি যে হল, মাথা ঘোরতেছে। চিন্তাই পরেগেছে Cha এর কি হল।

এই রকম ঘটনা আমার জীবনে ঘটেনাই আর, তাই এই দিনটা আমার জীবনে প্রথম রোমাঞ্চকর রোম্যান্টিক ঘটনা হয়ে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

    

গল্পটা এখনো শেষ হয়নাই--------  আসিতেছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...