স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

কম্পিউটার এর টাইপ করার স্পীড বাড়িয়ে নিন

বর্তমানে চাকরি বা ব্যবসায়ের বিশাল একটি স্থান জুড়ে আছে কম্পিউটার। এখন চাকরি বা ব্যবসায়ের প্রতিষ্ঠানে কম্পিউটার ছাড়া মনে হয় কোন মূল্য নেই। তাই কর্ম ক্ষেত্র বিশেষ কারণে কম বেশী সবাইকে কম্পিউটার কাজ শিখে নিতে হয়। আর কম্পিউটারে কাজ করতে গেলে টাইপিং জানা আবশ্যক। তাই জেনে নিন টাইপিং স্পিড দ্রুত করার কিছু সহজ পদ্ধতি।
কি-বোর্ডের লে-আউট মুখস্থ করে নিন
Image result for কি-বোর্ডের লে-আউট

Image result for কি-বোর্ডের লে-আউট

টাইপের সঠিক নিয়ম এবং আঙ্গুলের অবস্থা জেনে নিন
hand-position-on-qwerty
শুদ্ধ করে টাইপ শুরু করুন ধীরে ধীরে
Image result for টাইপ শুরু করুন
অল্প অল্প করে হলেও প্রতিদিন অনুশীলন করুন
টাইপিং শেখার জন্য সফটওয়্যার এর সাহায্য নিন

সফটওয়্যার ব্যাবহার করে নিজেই নিজে কম্পিউটারে টাইপ করার স্পীড বাড়িয়ে নিন। এই জন্য আপনাকে একটি ছোট সফটওয়্যার ব্যাবহার করতে হবে। সফটওয়্যার এর নামটি হল  typingmaster। সফটওয়্যারটি ডাউনলোড করুন typingmaster থেকে। এইটি ব্যাবহার করে কম্পিউটার এর টাইপ করার স্পীড বাড়িয়ে নিন। এইটি সম্পূর্ণ ফ্রীতে ইন্টারনেট থেকে  টাইপ স্পীড বাড়ানোর জন্য এইখানে  বিভিন্ন রকমের টিপস দেওয়া আছে। এবংকি টাইপিং খেলা করে টাইপের স্পীড বাড়ানোর জন্য গেম খেলা আছে। আপনার টাইপ স্পীড কেমন তাহা এই সফটওয়্যার এর মাধ্যমে জানতে পারবেন। এখানে কিছু ফ্রি সফটওয়্যারের লিংক দেওয়া হল যা আপনার টাইপিং স্পিড বাড়িয়ে তুলতে সাহায্য করবে। 
বাংলা লেখার জন্যঃ 
আপনি কি বাংলা টাইপ করতে সমস্যা ভুগ করতেছেন?? এর থেকে সমাধান পেতে Avro Keyboard সফটওয়্যারটি ব্যাবহার করুন। সহজে বাংলা টাইপ করতে পারবেন। ইংলিশে লেখলে বাংলা হয়ে যাবে অটো। (যেমনঃ kemon achen?= কেমন আছেন??  ami valo achi.= আমি ভালো আছি। ইত্যাদি।  
বাংলা টাইপ করার জন্য Avro Keyboard সফটওয়্যারটি ডাউনলোড করুন

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...