স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

কিছু করার নাই স্বামী বিদেশ


Image result for কিছু করার নাই স্বামী বিদেশ

কিছু করার নাই স্বামী বিদেশ 
এই উক্তিটা এখন মুখে মুখে হয়ে গেছে!!! আমরা গাঞ্জাক্ষুর বাঙ্গালি নিজের কলঙ্ক চাপা রাখার জন্য অন্যকে কলঙ্কিত করতে একটুও চিন্তা করিনা। আমিতো পাপী অন্যকে পাপী বানাতে পারলে হয়ে যাব পাপের সদ্দার(মোহা রাজা)। জোর যার মুল্লুক তার, কাকে মেরে কে খাবে এই ভাবে চলতেছে বর্তমান দেশের হালচাল। যেইদিকে জাই শুধু শুনি খাই খাই। কিছু করার নাই স্বামী বিদেশ। এই উক্তিটি আবিস্কার করেছে
কিছু খারাপ মনের মানুষ । তারা গ্রামের দরিদ্র খেটে মানুষের গায়ে এই কলঙ্কের চাপ লাগিয়ে দিতে বেস্ত থাকে। জানিনা ঐ কু-চক্রি মানুষের কি লাভ। পেটের দায়ে মা, বোন, বউ, মেয়ে কে দেশে রেখে পরবাসে দাসের মত কঠিন থেকে কঠিন খাটুনী খেটে টাকা রোজগার করে পরিবারের একটু সুখের আশাই। আর সেই পরিবারে মহিলার হাট বাজারে গিয়ে কিছু করতে পারে না কু-চক্রি মানুষ গুলির জন্য তাদের কাছে মনে হয়ে অপরাধী হয়ে গেছে ঐ পরবাসীর পরিবারটা। আগে বলেছি- আমিতো পাপী অন্যকে পাপী বানাতে পারলে হয়ে যাব পাপের সদ্দার(মোহা রাজা)। পরবাসী পরিবারের দরিদ্রতার সুযোগ নিয়ে কু-চরিত্রের মানুষ গুলি পথে খাটে খারাপ মন্তব্য করে থাকে কিছু করার নাই স্বামী বিদেশ। ঐ কু-চরিত্ররের মানুষটি একবারকি তার নিজের পরিবারের দিকে তাকিয়ে দেখেছে আসলে তার পরিবারটা কেমন?? একবারও কি চিন্তা করছে এই কলঙ্কের কালি নিজ পরিবারে লাগলে কেমন লাগবে?? একবারও কি চিন্তা করছে ওর মা, বোনকে কেউ কু-উক্তি করলে কেমন লাগবে তার?? না। আসলে কিছু করার নাই স্বামী বিদেশ। পালটাতে হবে আমাদের মন মানসিকতা তাহলে পরিবর্তন হবে আমাদের পরিবার ও সমাজ আর না হয় কিছু করার নাই স্বামী বিদেশ। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...