জরায়ুমুখের ক্যান্সার হচ্ছে মহিলাদের প্রজননতন্ত্রের এক ধরনের
ক্যান্সার। সারা পৃথিবীতে মহিলারা যত ধরনের ক্যান্সারে আক্রান্ত হন তার
মধ্যে জরায়ুমুখ ক্যান্সার হচ্ছে দ্বিতীয় এবং এটি নারী মৃত্যুর একটি অন্যতম
কারণ। প্রতিবছর বাংলাদেশে ১৩,০০০ জন মহিলা জরায়ুমুখ ক্যান্সারে নতুনভাবে
আক্রান্ত হয় এবং ৬,৫০০ জন মারা যান এই ক্যান্সারে। সুতরাং এর ভয়াবহতা যে
কি বিশাল তা আমরা এই পরিসংখ্যান দেখেই সহজে অনুমান করতে পারি। তবে সমস্যা
যেমন আছে সমাধানও তেমন আছে। আর এর জন্য প্রয়োজন একটু সচেতনতা। কোন লুকোচুরি
না করে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহনের
মাধ্যমেই আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি।
বর্তমানে জরায়মুখ ক্যান্সারের প্রধান কারণ হলো HPV Infection বা
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা সংক্রমন। এই ইনফেকশন প্রধানত যৌন
সম্পর্কের মাধ্যমে ছড়ায়। তবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত
কোন কিছু যদি শরীরের সংস্পর্শে আসে তাহলেও এই ইনফেকশন হতে পারে। প্রায় ১০০
রকমের HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে। তবে এরা সবাই জরায়ুমুখ
ক্যান্সারের সাথে জড়িত নয়। এদের মধ্যে ১৫ ধরনের HPV types আছে যারা
জরায়ুমুখ ক্যান্সারের সাথে জড়িত। আরো নিবিড়ভাবে বিশ্লেষণ করে দেখা গেছে,
মূলত পাঁচ ধরনের HPV types বেশিরভাগ ক্যান্সারের জন্য দায়ী। এরা হলো-
HPV ১৬ এবং HPV ১৮ এই দুইটি ভাইরাস ৭০ ভাগ জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী।
HPV ৩১, ৩৩ এবং ৪৫ এই তিনটি ভাইরাস নুন্যতম ১০ ভাগ ক্যান্সারের জন্য দায়ী।
এছাড়াও কিছু সহযোগী ও আচরণগত কারণ জরায়ু-মুখের ক্যান্সারের সহায়ক
ভূমিকা পালন করে। যেমন- বাল্য বিবাহ, বহুবিবাহ, অল্পবয়সে সহবাস, ঘন ঘন
সন্তান ধারণ, বহুগামিতা, ধূমপান, দীর্ঘ দিন একনাগাড়ে জন্মবিরতিকরণ পিল
গ্রহণ, HIV সংক্রমণ এবং অনিরাপদ যৌন সম্পর্ক।
জরায়ুমুখ ক্যান্সারের লণ
প্রাথমিক অবস্থায় জরায়ুমুখ ক্যান্সারের তেমন কোন লণ পরিলতি হয় না; কিন্তু রোগ যখন ছড়িয়ে পড়ে তখন কিছু কিছু উপসর্গ দেখা দেয়। যেমন-
* অতিরিক্ত বা অনিয়মিত রক্তস্রাব
* দুর্গন্ধযুক্ত স্রাব
* মাসিক বন্ধ হওয়ার পরে পুনরায় রক্তপাত
* সহবাসের পর রক্তপাত
* তলপেট ও কোমরে ব্যথা ইত্যাদি
রোগ নির্ণয়:
কিছু পরীক্ষা আছে যার দ্বারা আমরা জরায়ুমুখ ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে
কি না তা আগে থেকেই বুঝতে পারি। যেমন- Pap Test, VIA Test, HPV Test,
Colposcopy, Cervical Bioposy জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকা
বর্তমানে টিকার মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সারের প্রাথমিক প্রতিরোধ
সম্ভব। যেহেতু HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জরায়ুমুখ ক্যান্সারের
প্রধান কারণ সেজন্য HPV এর টিকা এখন পাওয়া যায় যা দিলে জরায়ুমুখ ক্যান্সার
৭০ থেকে ৮০ শতাংশ প্রতিরোধ করা সম্ভব। বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশে এই
টিকা Cervarix নামে পাওয়া যাচ্ছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আমাদের
দেশে এটাই একমাত্র বাজারজাতকৃত কার্যকরী টিকা। ৯ বছরের বেশী বয়সী যে কোন
নারী এই টিকা নিতে পারে। ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের জন্য এই টিকার ২টি ডোজ
(প্রথম ডোজ নেওয়ার ৬ মাস পর দ্বিতীয় ডোজ)। ১৫ বছর বয়স থেকে এই টিকার ৩টি
ডোজ; ১ম ডোজের একমাস পর ২য় ডোজ এবং ৬ মাস পর ৩য় ডোজ নিতে হয়। এই টিকা হাতের
মাংশপেশিতে দিতে হয়। এই টিকাটি স্ত্রীরোগ বিশেষজ্ঞদের দ্বারা প্রাথমিকভাবে
স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়াই ভালো। বিভিন্ন হাসপাতাল, কিনিক,ডায়াগনষ্টিক
সেন্টার, ডাক্তারের চেম্বারসহ পারিবারিক স্বাস্থ্যকেন্দ্র ও মেরীস্টোপস
কিনিকেও এই টিকা পাওয়া যায়।
করণীয়
যদিও ক্যান্সার মানেই ঘাতকব্যাধি তথাপি জরায়ুমুখ ক্যান্সার একটি
প্রতিরোধযোগ্য ক্যান্সার। আর এই ক্যান্সারকে আমরা জয় করতে পারি শুধু আমাদের
সচেতনতা দিয়ে। আমরা যদি আমাদের পরিবারের প্রতি একটু সচেতন হই এবং সঠিক
সময়ে সঠিক পদপেগুলো গ্রহণ করি তাহলে আমরা এই মারণব্যাধি থেকে আমাদের
নারীসমাজকে বাঁচাতে সম্ভব হবে। তার জন্য প্রয়োজন - জরায়ুমুখ ক্যান্সার
প্রতিরোধক টিকা গ্রহণ। নিয়মিত স্ত্রীরোগ বিশেষজ্ঞের নিকট স্বাস্থ্য পরীক্ষা
Pap Test বা VIA testকরানো। একধিক যৌনসঙ্গী পরিহার এবং নিরাপদ যৌন সম্পর্ক
বজায় রাখা।
বাল্যবিবাহ এবং কমবয়সে যৌন মিলন থেকে বিরত থাকা। ধুমপান না করা।
লেখিকা : সহযোগী অধ্যাপক, গাইনি বিভাগ, ইবনে সিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঢাকা। ডা: নাজলিমা নারগিস
সংগৃহীত, লিঙ্ক সুত্র dailynayadigantaক্লিক করুন।