shit |
অতীতের মত প্রকৃতির নিয়মে এক পা দুই পা করে শীত এসে পড়েছে। গাছের পুরাতন পাতা ঝরে যাচ্ছে আবার নতুন পাতা গজাবে বলে। সকালে কুয়াশা ঘেরা পাহাড়ের দিকে তাকালে কি এক অপূর্ব দৃশ্য পাহাড় বেদ করে রক্তিম সূর্য আকাশে ওঠে। ঘাসের ওপরে পড়ে থাকা শিশির গায়ে যখন সূর্যের আলো এসে পড়ে ঝিকি-মিকি ঝলকানি মনের ভিতর খুশির ছুয়া লাগে। চাদর গাইয়ে দিয়ে গ্রামে ছোট বড় সবাই সূর্যের মিষ্টি রোদ খাওয়া কি যে আনন্দ তাহা বুঝা যাই, যখন কেও পাশে সূর্যের আলো আড়াল করে তখন। অনেকেই সকাল বেলা শান্তিমই ঘুম থেকে ওঠতে ছাইনা। এই দিকে মা জননী শীতের পিঠা নিয়ে বেস্ত। চলবে-------