স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

আমি লজ্জিত - অবুঝ মন

জন্মেছি মাগো তোমার কোলেতে ''ছোট শিশু'' অবুঝ মন নিয়ে। কিছু জানি না, কিছু বুঝি না শুধু চোখে চোখ মেলে তাকিয়ে থাকি। বলার ভাষা জানা নেই, যা দেখি তা অনুকরণ করে শিখি। এই কুল ঐ কুল করে ''ছোট শিশু'' থেকে কিশুর। যাহার কুলে যায় তাকে আপন মনে হয়। এভাবে বড় হচ্ছি, যে আদর স্নেহ করে তাকে সম্মানের চোখে দেখি। যে চকলেট, বিস্কিট খাওয়ায় তাকে কাছের মানুষ মনে করি। মেধা শূন্য কিশুর বয়স ভালোবাসার কাঙ্গাল। আদর স্নেহ পেয়ে পরিবার পরিজন চিনতে শিখি । ধীরে ধীরে জানা শুনার বিস্তার লাভ করেতেছি। এভাবে জানা শুনার মাঝে শিখিতে -শিখিতে কিশুর থেকে যুবক হয়েছি। হাই আপসোস। এই জানা শুনার মাঝে বিস্তর ফারাক। কারণ আজ নিজের জ্ঞানের কাছে ধরা। যে দিকে তাকাই শুধু দুর্নীতির আড্ডাখানা। স্বার্থ ছাড়া কেউ কাউকে কিছু করে না। লাভের আশায় লোভের ফিছু ছুঁড়ছে মানুষ পিছুপিছু। অতীতে যার ভালোবাসার কাঙ্গাল ছিলাম। বর্তমানে আজ সেই দুঃখের কারণ। যাকে আপন মনে করেছিলাম সে আজ সুত্রু। যাকে সম্মান দিয়েছি সে আজ অসম্মানের পাত্র। যাকে কাছের মানুষ মনে করিতাম সে আজ অনেক দূরের। কিশুর বয়সে শিখেছি যাহা, তার মাঝে অনেক ভুল। ভুলে ভরা সমাজ, হিংসা অহংকার চাঁদরে ডাকা সমাজের মানুষ। কাকে কীভাবে ঠকিয়ে বড় হওয়া যায় এই কু পরিকল্পনা। হানা হানি, মারামারি, জুড় যার মুল্লুক তার। আজ ভাই ভাইকে ঠকিয়ে দিলে বাঁচে। ভদ্রতার আড়ালে কুচক্রী মানুষের বাস। সুবিচারের টেবিলে রক্ত ক্ষয়ী যুদ্ধার বাস। দেহ শক্তির দাপটে সিংহাসন দখলে। জ্ঞান , বুদ্ধি , বিবেক গেছে মরে। অশিক্ষিত মানুষের বসবাস। মিথ্যার রাজত্ব, সমাজ জরজরিত। নির্দোষ , নিরহ, সরল মানুষ আজ অসহায় অনাহারে। ধন সম্পদের মুহে আত্মীয় বিচ্ছেতর জ্বালা। দাড়ি টুপি হাজি লেবাজের অন্তরলায় জখন্ন মানুষ। আইনের ফাঁদের সাধারণ মানুষ বন্ধী কারাগারে। কুট নীতি, রাজনীতি, বুদ্ধি জীবী সবাই আজ একাকার। সমাজ ও দেশ দুর্নীতির শীর্ষে। কে করিবে এর বিচার। মোল্লা, মুলবি, হাফেজ নীরবে কাঁদে। পেটে খিতে, মুখে লাজ, কষ্টের জীবন আরও কত কি ...

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...