জীবন একটি নাট্যশালা। কাল্পনিক একটি চিত্র তুলে ধরা হল। কারো সাথে মিলে গেলে হাসবেন না। ভালো লাগ্লে এই পোস্টের সার্থকতা।
সংগৃহীত |
স্কুলের প্রধান শিক্ষক সভা কক্ষে মেম কে ডেকে বললেন, ম্যাডাম কালকে বাচ্চাদের কাছ থেকে ১০০ টাকা করে নিবেন।
ম্যাডাম, জী আচ্ছা স্যার।
শ্রেণী কক্ষে মেম বাচ্চাদের বলতেছে, শুনো বাচ্ছারা কালকে ২০০ টাকা করে আনবে। প্রধান শিক্ষক স্যার বলেছে।
বাচ্চারা, ওকে মেম।
বাচ্চারা বাড়িতে গিয়ে মাকে বলতেছে, মা কালকে মেম ৫০০ টাকা করে নিয়ে যেতে বলছে।
বাচ্ছার মা, ঠিক আছে তোমার আব্বু আসুক।
রাতে ঘুমানোর আগে বাচ্চার মা স্বামীকে বলতেছে, এই যে, শুনো কাল অফিসে যাওয়ার আগে ১০০০ টাকা দিয়ে যাইয়েন মেয়ের স্কুলে লাগবে।
স্বামী, আচ্ছা ঠিক আছে।
বস, আমার মেয়ের স্কুলের জন্য ২০০০ টাকা লাগবে। বস, ঠিক আছে।