লজ্জাই লাল, মাথা নষ্ট। কষ্টের ভারে জ্বলে মরি। পারিনা বলতে, পারিনা সইতে। বলতে চায় অনেক কিছু কিন্তু সাহস পাইনা। এভাবে চলতেছি। কি হবে জানি না। জীবনের পাতা এখনো শূন্য। বোকার রাজ্যের রাজা। অলসের হাড্ডি। কিছু করতে মন চায় না। করতে চাইলেও লজ্জাই পারি না। কি যে হয়ে যায়, কপালে কি আছে। এক দিন নাচের কাতায় নাম লেখাইছিলাম। পরেরদিন গ্রাম থেকে হাওয়া। এক সাপ্তা পরে এসে দেখি কিচ্ছা খতম। শালারা ক্যামনে পারে। ভাবতেও লজ্জা লাগে। আমারে দিয়ে হবে না। ঐ শালারা কীভাবে যে প্রেম করে। আমারে কোন মেয়ে চোখে দেখে না। এই জিরুফিগার দেহ দিয়ে ফ্রেম হবে না। ক্যামনে হবে, মাইয়া দেখলে লজ্জাই লাল, মাথা নষ্ট । থান্দাচ ঠাণ্ডা ভাব। মাথা ভারি। কিযে করি। মিটে মিটে হাঁসি। দুষ্টের হাড্ডি। বাজে আড্ডায় মগ্নন। ফলাফল ফেল। নতুন আশা নতুন স্বপ্ন। অস্থির মন। যে ভাবে হোক কিছু একটা করতে হবে। না হলে জীবন শূন্য। তারে নারে বন্ধুরে, কুমড়া খাইলও ইঁদুরে। জল্পনা কল্পনার দিন শেষ। একটু চালাক হয়ে গেছি। চলাফেরায় উন্নতি করেছি। মেয়েদের নজরে পড়েছি। লজ্জাই লাল, মাথা নষ্ট এক মেয়ে আমার প্রতি আসক্ত। ভালো লাগে না, রাস্তা পরিবর্তন করতে হল। সম্মানে আঘাত, চুরি না করেও অপরাধী। কিছু ভালো লাগে না। এলোমেলো জীবন। পকেট খালি, কি যে করি। নতুন কাজের সন্ধান। লুচ্ছা কারে কই। অবিজ্ঞতার অভাবে অসহায় মন। কেলান্ত মন, চিন্তায় অস্থির। কি যে করি। আমাকে দিয়ে হবে। সুখে থাকলে ভুতে কিলায়। আগে ভালো ছিলাম। বাপের হোটেলে খাওয়ার মজা আলাদা। খাওদাও ফুর্তি করো। শয়তানের লারে। চালাক হয়েছি। পাকনামি করে ধরা খেয়েছি। চিল্লায়া মার্কেট পাওন যাবে না। লজ্জাই লাল, মাথা নষ্ট। যেভাবে হোক ধান্দা করতে হবে। রহিম বাদশা রুব্বান, হিট করেছে। সকাল সকাল বাবা চিৎকার শুরু করে দিল। বলদের উপাধি পেলাম। মনে মনে খুশি। বেঁচে গেছি. যে দেখে সেই বলে আমি 'শুকাই 'গেছিআচ্চা আমি কি কোন দিন ভিজা ছিলাম.!
-
অনেকে বিভিন্ন প্রয়োজনে ফটোশপে ছবির কাজ করি কিন্তু ছবি/ Photo size নিয়ে চিন্তায় পড়ে যায়। কিভাবে ছবির সাইজ করব? চিন্তার কোন কারণ নেই, চ...
-
গাছ মাপের হিসাব, গাছের ফুট হিসাব, সাইজ কাঠের হিসাব, কাঠ পরিমাপের সূত্র ইত্যাদি সবাই জানে না। বর্তমান প্রযুক্তির যুগে অনলাইন থেকে google মা...
-
সালাতুল তাসবিহ কি নামাজ ? সালাতুত তাসবীহ (আরবি: صلاة تسبيح ) তাসবীহের নামাজ নামেও পরিচিত। সালাত শব্দের অর্থ নামাজ। আর তাসবিহ বলতে ‘সুব...
ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন
১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন
১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...