স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

সৃজনশীল প্রশ্ন আর্জেন্টিনা vs brazil

এই বলে আমার দল ব্রাজিল, ঐ বলে আমার দল আর্জেন্টিনা। এভাবে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ঝগড়া না করে শেষ পর্যন্ত অপেক্ষা কর, দেখবে কাপ টা উগান্ডা নিয়ে গেছে। কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২

হেক্সা মিশন

কাপড় ব্যাবসায়ী তারেক সাহেব এবং তার স্ত্রী মিসেস রুমিন ফারহানার দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে তারা ৫ সন্তানের জন্ম দেয়। তারেকের ইচ্ছে ছিল ৬ সন্তানের জনক হবেন তিনি।ডাক্তারের পরামর্শ নিতে গেলে তিনি জানিয়ে দেন বন্ধ্যাত্বের কারনে তারেক সাহেব সন্তান জন্ম দিতে অক্ষম। তারেক সাহেব তার ইচ্ছে পূরনের জন্য পাশের এলাকার একজন কুলি মোহাম্মদ বাপ্পি দম্পতির কাছ থেকে একটি ছেলে সন্তান দত্তক নিয়ে আসেন..
প্রশ্ন : উদ্দীপকের তারেক সাহেবের মত কোন দলটি তাদের হেক্সা মিশনের স্বপ্ন পূরন করতে অন্য দলের দিকে চেয়ে থাকে?

১/ফ্রান্স ২/ ব্রাজিল
৩/ নেদারল্যান্ড ৪/ ক্রোয়াশিয়া


সৃজনশীল প্রশ্ন।

শাকিলের ৫ পূর্বপুরুষ জমিদার ছিলো। শাকিলের এখন সেই জমিদারি নেই। শাকিল এখন ভিখারি। কিন্তু তার ছেলেরা জনগনকে তাদের পূর্বপুরুষদের জমিদারির গল্প শোনায় যদিও জনগন তাদের দাম দেয়না।
প্রশ্ন: উদ্দীপকের সাথে নিচের কোন দলের সাদৃশ্য বিদ্যমান?
(ক) ব্রাজিল। (খ) ইটালি।
(গ)জার্মানি। (ঘ) আর্জেন্টিনা।

(যিনি উদ্দীপকটি লিখেছেন তিনি সকলকে উত্তরটি বোঝার মতো করেই লিখেছেন। তবে যার বাপ দাদার জমিদারি আছে তারাই তো সেই জমিদারির গল্প শোনাবে,, এখন যিনি উদ্দীপকটি লিখেছেন তিনি তো চোর ছিলেন তাই তার অন্যের বাপ দাদার জমিদারীত্ব দেখে হিংসে হতো যার কারনে তিনি জমিদার হওয়ার জন্য ভালো করে চুরি বিদ্যা শিখে ছিলেন,, কিন্তু তিনি চুরি করেও জমিদার হতে পারেননি তাই তার ব্যর্থতার আক্ষেপ এখানে প্রকাশ করেছেন।) 

ফকিরের বংশ পরম্পরায় ফকিরই থাকবে কোটিপতি হলেও। আর জমিদার ফকির হলেও জমিদারের বংশধরই থাকবে।

খুব সুন্দর প্রশ্ন, তার পূর্বপুরুষ তো জমিদারি ছিল, জমিদার, জমিদারি থাকে, আর চোর, সে তো চোরের অভ্যাস এখন আছে, চোর কি করে জমিদারের গল্প শোনায়?এক কথায় চোরের মায়ের বড় গলা

যিনি উদদীপকটির সমালোচনা করছেন সে ওই শাকিল জমিদারের বাড়িতে কাজ করে খেতেন। বাপ দাদার জমিদারি ছিল কিন্তু নিজে ভিক্ষা করে এমন জমিদারি ফুটাইলে মানুষ টানাটানি করতে পারে পাবনা নেওয়ার জন্য। 

করিমের ২ পূর্বপুরুষ চুরি করে জমিদার হয়েছিলো । করিমের বিগত ৩৬ বছর ধরে সেই জমিদারি ও নেই। করিম এখন ভিখারি। ভিখারী হয়েও সে বিগত ৩৬ বছর ধরে আহাজারী আর চোখের জল ফেলে, তাদের বাপ-দাদার চুরি করা জমিদারী নিয়া ভাব নিতে চায়, পূর্বপুরুষদের জমিদারির গল্প শোনায় যদিও জনগন তাদের দাম দেয়না।
প্রশ্ন: উদ্দীপকের সাথে কোন দলের সাদৃশ্য বিদ্যমান?
(ক) ব্রাজিল। (খ) ইটালি।
(গ)জার্মানি। (ঘ) আর্জেন্টিনা।

কলিমের ২ পূর্বপুরুষ দুর্নীতির আশ্রয় নিয়ে সামান্য সম্পদ গড়েছিল। সেই সম্পদ শেষ হয়ে যাওয়ার পর কলিম ৩৬ বছর খেতে পায় না। হুট করে কলিম কিছু সম্পদের মুখ দেখেছে। সেই সম্পদের দাপটে কলিমের ছেলেমেয়েরা জনগণকে পাত্তা দিচ্ছে না।
প্রশ্ন: উদ্দীপকের সাথে নিচের কোন দলের সাদৃশ্য বিদ্যমান?
(ক) ব্রাজিল। (খ) ইটালি।
(গ)জার্মানি। (ঘ) আর্জেন্টিনা।

সৃজনশীল প্রশ্ন। 
৩৬ বছর পর শামীমের বউ গর্ভবতী হয়েছে, এই আনন্দে শামীমের পরিবারসহ আশেপাশের এলাকার অনেকেই খুশি হয়েছে। গ্রামের হাজি সাহেব শামীমকে ডেকে বললেন শামীম ৩৬ বছর পর একটা সুসংবাদ পেতে যাচ্ছো, আল্লাহর সন্তুষ্টি আদায় করো। অনেকে তো ৫ সন্তানের পিতা তারাও তো তোমাদের মত হৈচৈ করে না। সন্তানটা এখনো ভূমিষ্ঠ হয়নি। সন্তান তো মৃতও হতে পারে। তাই ফালাফালি না করে আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ এবার সন্তান টা যেনো পৃথিবীর মুখ দেখে।

প্রশ্ন: উদ্দীপকের সাথে কোন দলের সাপোর্ট আর সাদৃশ্য বিদ্যমান?
(ক) ব্রাজিল। (খ) ইটালি।
(গ)জার্মানি। (ঘ) আর্জেন্টিনা।


আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল খেলা কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ১৮ই ডিসেম্বর রবিবার ৯ পিএম

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...