স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

বিয়ে করে জীবনটা তেজপাতা হয়ে গেল - ভাইয়া যখন স্বামী

এই দুনিয়াটা একটা মায়ার খেলা। কে কখন কিভাবে মায়া রচনা করে বলা যায় না। যাহোক অন্য দিকে না যায়। ফেসবুক থেকে সন্রিহিত একটি ঘটনা বতেছি। বলে রাখলাম। পড়ার সময়ে নিজে মনে করে পড়বে। তাহলে বুঝতে ও শুনতে ভালো লাগবে। গল্পটা হল বিয়া নিয়ে। যেমনঃ  

মামাতো বোনকে বিয়ে করেছি! সে আমাকে স্বামী মানে ঠিকই কিন্তু কথায় কথায় ভাইয়া ডাকে!
সেদিন বললাম আম্মুর কাছ থেকে আমার কথা বলে ১ হাজার টাকা আনো!
সে আম্মুকে গিয়ে বলতেছে ভাইয়া বলছে ১ হাজার টাকা দিতে!
আমাকে ভাইয়া ডাকতে শুনে আম্মু রীতিমতো অবাক!
আমি তাকে হাজার বার বলেছি আমাকে ভাইয়া ডেকো না লোকে মন্দ বলবে!
প্রতিবার উত্তরে সে বলে আপনি তো আমার ভাইয়া, আর ছোটবেলা থেকে ভাইয়া ডেকেছি এখন এটা ছাড়তে পারবো না!
আমি আর জবাব দিতে পারি না! রাগ কন্ট্রোল করে চুপ থাকি!
আমার বউ আমাকে ভাইয়া ডাকে এটা পুরো মহল্লা জেনে গেছে!
এখন বউকে নিয়ে রাস্তায় বেরুলে মানুষ আঙুল তুলে বলে দেখ দেখ ভাই-বোন যাচ্ছে!
সেদিন মার্কেট থেকে ফেরার পথে দুটো ছেলে আমাদের দেখে বলতেছে "আহা ভাইবোনের কি "ভালোবাসা" এটা শুনে মেজাজ গরম করে ছেলেটার দিকে তেড়ে গেলাম বউ আমাকে আটকিয়ে
বললো "এসব রাস্তার ছেলেদের সাথে ঝগড়া কইরেন না ভাইয়া" মেজাজ গেলো আরও চরমে,দিলাম ঠাটিয়ে থাপ্পড়!
থাপ্পড় খেয়ে কান্না করতে করতে বললো "আমাকে থাপ্পড় দিলেন কেন ভাইয়া?" 

তারপর আমি জ্ঞান হারালাম!

পরের দিন....
বউ আমার বলে, এখন শরীর কেমন লাগছে ভাইয়া?
ভাইরে তোগো দুইডা পা ধরি, জীবনেও কেউ মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন বিয়া করিস না!

  সংগৃহীত- #mdnahid 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...