স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

এসো ভদ্রতার সাথে গালাগালি করি হাহাহা

সুস্থ মনের নষ্টামি প্রকাশ করার একটি যাদু মন্ত্র হল গালাগালি। এসো সবাই ধীরে সুস্থে গালাগালি করি । ধাক্কা ধাক্কি করবেন না । সামাজিক দূরত্ব বজায় রেখে গালাগালি করুন। উত্তেজিত হয়ে গালাগালি করতে গিয়ে, আকার, ইকার, ওকার বানান ভুল করবেন না । আমরা কমেন্ট করতে আসি না, শুধুমাত্র পড়তে আসি। তাই এমন ভাবে গালাগালি করুন,যাতে আমাদের পড়তে অসুবিধা না হয়।

আর কেও বের হয়ে যাবেন না, একটু পর মুনাজাত হবে, এর পরেই জিলাপি দেয়া হবে।,,,

শিরোনাম : আবারো পোস্টদাতার বউকে একা পেয়ে ভরে দিলো যুবক!! 

এবার আসছে বিস্তারিত: এই পোস্টদাতার বউ একা নদীতে পানি আনতে যায় কলস নিয়ে। কোনো ভাবে তিনি পানির নাগাল পাচ্ছিল না। একজন সুহৃদয়বান যুবক মহিলাটির কলস নিয়ে নদীতে নেমে পানি ভরে দিলো। তারপর মহিলাটি পানি ভর্তি কলস নিয়ে বাড়ি গেলেন। প্রথমে ভুলে Love রিয়্যাক্ট পড়ে গেছিলো,,,পরে ha ha দিতে গিয়ে দেখি এমবি শেষ মাথা পুরাই নষ্ট। যে করেই হোক ha ha দিতেই হবে ফ্লেক্সিলোড এর দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ 😐শেষমেশ দোকানের সাটার ভেঙে রিচার্জ করে পোস্টে ha ha দিলাম । ততক্ষনে পুলিশ বিষয়টা জেনে গেছে এখন দোকানের খুটির সাথে বাধা আ, বেধড়ক পেটানি খাচ্ছি-- 
তারপরও মনে শান্তি শান্তি লাগতাছে। পোষ্টে আমি ha ha দিতে পেরেছি । 

গালাগালি যদি ভালো লেগে থাকে। তাহলে যেখানে খুশি, মনের মত করে শেয়ার করে দিন। যত খুশি গালাগালি কপি পোষ্ট করুন। গালাগালি করে সুস্থ মনের নষ্টামি প্রকাশ করুন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...