স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

একদিন সময় আপনার ও হবে ইনশাআল্লাহ

আমরা জানি সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আজ আছে কাল নেই, দুঃখ কষ্ট নিয়ে চলতেছে জীবন। ধৈর্য ধরেন, একদিন সময় আপনার ও হবে ইনশাআল্লাহ। 

একজন চা ওয়ালা যদি দেশের প্রধান মন্ত্রি হতে পারে৷(নরেন্দ্র মোদি)

হাইস্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলেটা যদি পৃথিবির সেরা বাস্কেটবল প্লেয়ার হতে পারে৷(মাইকেল জর্ডান)

একটি ছেলে,যার গার্লফ্রেন্ড তাকে ব্রেকাপ করে এবং তাকে সমস্ত Social সাইড থেকে ব্লোক করে দেয়৷ পরবর্তিতে সে যদি পৃথিবীর সবচেয়ে বড় Social নেটওয়ার্ক Facebook তৈরি করতে পারে৷ (মার্ক
জুকারবার্গ)

এক ব্যাক্তি যার পুরো বডি অচল৷ চলাফেরা তো দুরের কথা যে হাত-পা নাড়াতে ও পারে না৷ সে যদি পৃথিবীর সেরা বিজ্ঞানী হতে পারে৷ (স্টিফেন হকিং)

এক ব্যক্তি যে সফল হওয়ার জন্য ৯৯৯ বার ফেল করে ১০০০ বারে বৈদ্যুতিক বাল্প আবিস্কার করতে পারে৷(থমাস আলভা এডিসন)

এক সময় বিল গেটস একটি ব্যাংক থেকে কিছু লোন চেয়েছিলেন।কিন্তু ব্যাংক তাঁকে লোন দেয়নি।
সেই ছেলেটি একদিন সেই ব্যাংকটিই কিনে নিয়েছিলেন।

ছেঁড়া শার্টের কারণে এন্ড্রু কার্নেগিকে পার্কে ঢুকতে দেওয়া হয়নি। সেই বস্তির ছেলে একদিন অন্যতম ধনী
ব্যক্তি হওয়ার পর পুরো পার্কটি ক্রয় করেন এবং সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন, ''আজ থেকে পার্ক সবার জন্য উন্মুক্ত''।

সুতারাং 
আজ গলা ধাক্কা খেয়েছেন? কোন ব্যাপার না। একদিন সেই গলায় ফুল দেওয়ার জন্য সেই লোকগুলোই লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। 
আজ কেউ আপনাকে ঠকিয়েছে? কোন ব্যাপার না। একদিন সে-ই আপসোস করে বলবে, আপনাকে ঠকিয়ে সে উল্টো নিজেরই সর্বনাশ করেছে।
আজ আপনাকে দেখে "ক্ষ্যাত" বলে কেউ দূরে সরে যাচ্ছে? ব্যাপার না। একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখার জন্য সে-ই আপনার কাছে আসবে।
আজ গরিব বলে কেউ আপনাকে অবজ্ঞা করছে? ব্যাপার না। এসব পিছুগল্পের দিকে তাকিয়ে থাকলে আপনি চিরকাল অপমান, লাথি, গুঁতা, বাঁশ, ক্রাশ ইত্যাদি খেয়েই যাবেন।

অতএব 
কে কী করছে, কী ভাবছে-সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে গেলেই কেবল একদিন আপনি উদাহরণ কিংবা দৃষ্টান্ত হতে পারবেন। জীবনে ছোট খাট বিষয় নিয়ে পড়ে থাকার কোন মানে হয়না। জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়, মেনে নিতে হয়। সময় যখন পক্ষে থাকে না তখন অনেক কিছু সহ্য করেও মুখ বুজে কাজ করে যেতে হয়।

খেয়াল করলে দেখবেন 
একটু বেঁচে থাকার জন্য জগতের অনেক বিখ্যাত ব্যক্তিরা যুগে যুগে নজরুলের মতো চায়ের দোকানে কাজ করে জীবন বাঁচিয়েছেন। 

একদিন সময় আপনার ও হবে ইনশাআল্লাহ
মস্তিষ্কে শুধু একটি কথা গেঁথে রাখুনঃ"সময় এখন আপনার পক্ষে না।" অপেক্ষা করুন,একদিন সময় আপনার ও হবে ইনশাআল্লাহ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...