স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

বড় ছেলের কথা শুনে বাবা বেহুঁশ

ছেলে বড় হলে মা বাবার স্বপ্ন থাকে, ছেলের জন্য একটি সুন্দর বউ নিয়ে আসবে ঘরে। এই স্বপ্নের কথা বলতে হয় ছেলের কাছে, কারণ ছেলে বড় হয়েছে। তাই মা বাবার দায়িত্ব ছেলেকে জিজ্ঞাস করে নেওয়া তার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব হল কথা শুনা। আবার সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব হল কর্তব্য কর্ম, যাবতীয় অধিকার বুঝিয়ে দেওয়া। এই দিকে আর না যায়। মূল আলোচনায় চলি- বড় ছেলের কথা শুনে বাবা বেহুঁশ।

ছেলেকে বিয়া করাবে তাই বাবা ছেলেকে বলতেছে---- 

বাবাঃ চল বাবা, তোমার জন্য একটি পাত্রী দেখতে যাবো। 

ছেলেঃ হুম, কোথায়। 

বাবাঃ পাশের বাড়ি। 

ছেলেঃ না। 

বাবাঃ কেন, বিয়া করেবে না? 

ছেলেঃ করবো। 

বাবাঃ তাহলে, তোমার কি কোন পছন্দের মেয়ে আছে? 

ছেলেঃ নানা বাবা, কিন্তু একটা কথা বলতে চায়।

বাবাঃ কি, বল? 

ছেলেঃ বাবা, আমি মামাতো বোনকে বিয়ে করতে চায়। যাতে আমরা এক সাথে শুশুর বাড়ি যেতে পারি---

বাবাঃ হাহাহাহাহাহা, হাঁসতে হাঁসতে বেহুঁশ---- চল শুশুরবাড়ি।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...