স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

increment increment increment salary

increment   increment   increment salary এইভাবে বলার একটি কারণ, তা হল চীৎকার করে বলতে না পারা কষ্টের বহিপ্রকাশ।

 কত স্বপ্ন, বুকভরা আশা নিয়ে  increment শব্দ মনে ধারন করে এক বছর  চাকরী অতিবাহিত করতে হয় চাকরী করেন যারা, বলতে পারেন তারা। increment কি?  increment এর বাংলা বৃদ্ধি। এই বৃদ্ধি শব্দ চাকরিজীবী ভাইবোনদের শক্তির উৎস।একটি অফিসের বড়কর্তা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই নতুন বছরের আগমন উপলক্ষে increment salary নিয়ে গুঞ্জনে মেতে ওঠে। increment salary শব্দ যখন অফিস কর্মকর্তাদের জন্য যতাযতভাবে প্রয়োগ করা হয় তখন সবাই আনন্দে মেতে ওঠে। increment যদি না হয়, দুঃখের সীমা বর্ণনা বা প্রকাশ করার মত কিছু আর অবশিষ্ট থাকে না। শুধু বুকের ভীতর থেকে  কালবৈশাখী ঝড় হয়ে দীর্ঘ নিশ্বাস বাহীর হয়। কত স্বপ্ন কত আশা জরিয়ে থাকে increment এর মাঝে তা একমাত্র চাকরিজীবী ভাই ও বোনেরা চাড়া আর কেউ বলতে পারবেনা। increment salary চাকরিজীবীদের জন্য নতুন বছরে নতুন স্বপ্ন, আশা। মনের গহীনে তুলিবিহিন অপ্রকাশিতও হাজারও নকশা ঘেরা সপ্নের জাল বোনা। 


ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...