স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

মানুষের চাওয়ার শেষ নেই

মানুষের চাওয়ার কোন শেষ নাই, চলেবলে কলে যে ভাবে হোক মানুষের চাওয়া পাওয়ার কলাকোশল একেক জনের একেক রকম। চাওয়া পাওয়ার হিসাব  করতে করতে স্বপ্নের বাসর গড়ে ওঠে। কে কি ভাবে চায় নিজের মনের সাথে একটু মিলিয়ে দেখুন। 

❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।

❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।
❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করুন।
❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।
❐ বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন।
❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক।
❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋনগ্রস্থ হোন।
❐ প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।
❐ আমি চায় সবাই আমার অধীনে থাক--- হেহেহে 


এই ভাবে চাওয়ার কোন শেষ নাই------ 



শুধুমাত্র চোর চায় আপনি ধনী হোন আর মহাসুখে নাক ডেকে ঘুমান।
অতএব, চোরই আপনার প্রকৃত বন্ধু। --------------প্রমানিত



এই রকম হাজার চাওয়ার মাঝে আপনি একটি উক্তি করে যেতে পারেন নিচে কমেন্ট বক্সে। তাহা আমি এইখানে পোষ্ট এর মাঝে আপডেট করেদেব। আপনার উক্তি অনলাইন জগতে ইতিহাস হয়ে থাকবে আশা করি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...