একটি ছেলে তার প্রেমিকাকে অন্য একটি ছেলের হাত ধরে থাকতে দেখল। ছেলেটি তাকে ম্যাসেজ দিল...
ছেলে : তুমি কোথায়?
মেয়ে : আমি বাড়িতে...!
ছেলে : ওও,ঠিক আছে।তোমার যমজ বোনকে দেখছি,জানো ও একদম তোমার মত দেখতে? হাহাহা! এবং সে আমার সামনে।মেয়েটি ছেলেটির দিকে তাকালো এবং লজ্জিত হল।
ছেলেটিকে মেয়েটিে ম্যাসেজ করল...
মেয়ে : এটা আমি,আমি খুব দুঃখিত,আমি শপথ করছি এমনটা আর কখনো হবে না।তোমার বিশ্বাস আমাকে গর্বিত করছে,এটা আমার প্রাপ্য এবং আমি শুধু তোমার।
ছেলে : ইটস ওকে...কিন্তু
আমি তোমাকে পুনরায় ভালবাসার মত নির্বোধ হতে পারি কিন্তু তোমাকে পুনরায় বিশ্বাস করার মত যথেষ্ট বোকা নই।
আমি তোমাকে পুনরায় ভালবাসার মত নির্বোধ হতে পারি কিন্তু তোমাকে পুনরায় বিশ্বাস করার মত যথেষ্ট বোকা নই।
"একটি সম্পর্ক বিশ্বাসের ওপর নির্ভরশীল,যদি কেউ আপনাকে অন্ধভাবে বিশ্বাস করে তাহলে আপনি তাকে সত্যিকারের অন্ধ প্রমান করা থেকে বিরত থাকুন...।। কারণ,ভাঙা কাচ হয়তো জোরা লাগানো যায়,কিন্তু ভাঙা বিশ্বাস যায়না...।। জোড়া লাগলেও আগের মত হয়না...!!"
নেট থেকে সংগৃহীতঃ সুত্র FB-