স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

দেখুন ধনী আর গরীবের মাঝে কি পার্থক্য

দেখুন ধনী আর গরীবের মাঝে কি পার্থক্যঃ
আল্লাহ্‌ সর্ব শক্তিমান, তাহার লীলাখেলা বুঝা বড় দায়। 

1) মসজিদ/মন্দির কি অপূর্ব জায়গা ? এখানে গরীব মানুষ বাইরে আর ধনী ব্যক্তি ভিতরে ভিক্ষা চায় !!!

2) মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষ কে স্মরণ করা হয় !! মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় !!
3) সারাটা জীবন বোঝা বোইলো দেওয়ালের পেরেক টা ! আর মানুষ সুনাম করল পেরেকে টাঙ্গানো ছবিটার !!
4) যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়,সেই আসল বন্ধু হয় ! মিষ্টি কথার আড়ালে থাকে চতুর অভিসন্ধির ভয় !! ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত নুনে কখনোই পোকা ধরেনি ! আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ! পিঁপড়েরাও ছাড়েনি !!
5) সঠিক পথে মানুষ চলতেই চায়না ! আর বাঁকা পথে সবাই যেতে চায় !!

এই কারণেই মদ বিক্রেতা কে কোথাও যেতে হয়না ! দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায়,লোকের দরজায় দরজায় যেতে হয় !! আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি জল মেশান নি তো? আর মদ নিজে হাতে জল মিশিয়ে খাই !!
6) আজ পর্যন্ত মানুষকে এইটুকুই বুঝলাম ! তাকে জানোয়ার বললে ক্ষেপে যায় ! সিংহ বললে খুশি হয় !!


Md Ariful Islam এর ওয়াল থেকে সংগৃহীত।

ভালো লাগলে ফেসবুক ওয়ালে শেয়ার করুন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...