স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

ছন্দ- কবিতা কুসংস্কার

কুসংস্কারে আমরা আজও চোখ  থাকিতে কানা


ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর,,
কুকুর ডাকলে লেজ গুছিয়ে ছিটকে পালায় চোর।
পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকলে মরণ,,
হঠাৎ কোন বিপদ নাকি, কাকে ডাকার কারণ।
পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে ,,
বৃষ্টির মাঝে রোদ হাসিলে শেয়াল মামার বিয়ে।


সত্য-মিথ্যা যাচাই করি, টিকটিকির টিক টিক ডাকে,,
বউ পাগল হয় সেই ছেলেটার, ঘাম থাকে যার নাকে।
হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে,,
বসা নাকি যাবে না ঐ ঘরেরই চৌকাটে।
যাত্রা নাকি অশুভ হয় দেখলে খালি কলস পথে,,
কাড়িকাড়ি টাকা আসে, চুলকালে ডান হাতে।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে, মুরুব্বিদের মানা,,
কুসংস্কারে আমরা আজও 

চোখ  থাকিতে কানা.....? সংগৃহীত----mytunebd24

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...