ছন্দ কবিতা
মেয়েদের মন
সংগৃহীত: Shiful Mirza
বয়লার মুরগীর দাম কম
দেশী মুরগীর বেশি,
গয়না-শাড়ী কিনে দিলে
বউরা অনেক খুশি !
কিল মারে পিঠেতে
আর
ঘুষি মারে নাকে,
পার্লারেতে মেয়েরা মুখে
ময়দা-সুজি মাখে !
বিড়াল ডাকে ম্যাঁও ম্যাঁও
কুকুর ডাকে ঘেউ,
মতো নাই রে দুনিয়ায় কেউ !
সাপে কামড়ায় পায়েতে
আর
মশা কামড়ায় গালে,
কল না দিয়ে মেয়েরা থাকে
মিসকল মারার তালে।