এই পেইজে সকল প্রকার ভিজিটর বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অবিনন্দন। সবাই কম বেশী নেট এর মাধ্যমে জনপ্রিয় বিভিন্ন ওয়েব সাইট বিনেদন বা নিজ প্রয়োজনে নিজের নামে রেজিস্টার করে ব্যাবহার করতে হয়। কিন্তু নেট ব্যাবহারের সঠিক নিয়ম কানুন কয়জনে জানি। আর এই নিয়ম কানুন না জানার কারনে হয়তো ঐ ওয়েব সাইট এর কর্তপক্ষ suspended করে রাখে। এই suspended করে দেওয়ার কারণে মনটা বিষণও হয়ে দাঁড়াচ্ছে। আজ বিষণও মন নিয়ে
ভিজিটর বন্ধুদের মাধ্যমে জানতে চাই যে, আমার গুগল প্লাস suspended হয়ে আছে। কেউ কি বলতে পারবেন- গুগল প্লাস এর suspended উন্মুক্ত কি ভাবে করা হয়??
ভিজিটর বন্ধুদের মাধ্যমে জানতে চাই যে, আমার গুগল প্লাস suspended হয়ে আছে। কেউ কি বলতে পারবেন- গুগল প্লাস এর suspended উন্মুক্ত কি ভাবে করা হয়??
প্রায় ২ বছর হয়ে গেল এর কোন সমাধান করতে পারলাম না । আপনার কেউ যদি এর সমাধানের পথ জেনে থাকেন, কমেন্ট বক্সে জানালে অনেক উপকার হবে। আমার মত যাদের একই সমস্যা তাদের জন্যও উপকার হবে ।