স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

এবার ইচ্ছেমত ফেসবুক ব্যবহার করুন

একাত্তরে মানবতা বিরোধী অপরাধের ফাঁসির রায় ঘোষণার পর নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগের সাইট ও অ্যাপসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 
আপনি জানেন কি অনেকভাবেই ব্যবহার করা যাচ্ছে । ইচ্ছা করলে আপনিও ব্যাবহার করতে পারেন। কেউ প্রক্সি সার্ভার, ডায়নামিক আইপি, ব্রডব্যান্ড ইউজ করে ফেসবুক ব্যবহার করছেন। এবং যারা ব্যবহার করতে পারছেন না তাদের চেয়ে তারা যে একধাপ এগিয়ে আছেন, তা বেশ গর্ব করেই বলছেন। তবে কোথাও কোথাও কোনো প্রক্সিও দরকার হচ্ছে না। সরাসরি ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে।


কম্পিউটারে ফেসবুক ব্যাবহার করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে একটি এডঅন ইনষ্টল করে নিতে হবে। এই খান থেকে ইন্সটল করুন Install Chrome Proxy Addon। ইনষ্টল হওয়া শেষ হলে আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগইন করুন। এডঅনটি কানেক্ট করুন। এবার ইচ্ছেমত ফেসবুক ব্যবহার করুন।  

অ্যান্ড্রয়েডে মোবাইলে কিভাবে ব্যবহার করবেন: OperaMini বা UC ব্রাউজার দিয়ে সরাসরি ফেসবুক ব্যবহার করতে পারবেন। অথবা গুগল প্লেষ্টোর থেকে SuperVPN অ্যাপসটি ইনষ্টল করে কানেক্ট করে নিন  অ্যাপসটি আপনাকে ২০দিনের জন্য ট্রায়াল ভার্সন হিসেবে ব্যবহার করতে পারবেন। 


ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...