স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

ফোনে কল দিয়ে কেউ বেশি উত্যক্ত করছে? তার নাম-ঠিকানা বের করে ফেলুন খুব সহজেই !

অচেনা নম্বর থেকে মোবাইলে ক্রমাগত কল বা মিসকল আসার মত বিরক্তিকর ব্যাপার আর কিছুই হতে পারে না। বিশেষত আমাদের দেশে মেয়েদের জন্যে এই ভোগান্তি তো একেবারেই অলিখিত। বিরক্তিকর ব্যক্তি কে বকাঝকা, ফোন সাইলেন্ট করে রাখা কোন কিছুতেই যেন কাজ হয় না। তাকে সুন্দর করে বুঝিয়েও বিপত্তি। কিন্তু অচেনা এই লোকটির নাম ঠিকানা যদি এক মিনিটেই জানা যায় আর নিজেই উলটো তার নাম ধরে ডেকে বেশ ভালো রকম একটা হুমকী দেওয়া যায়, কিংবা সহজেই পুলিশের কাছে তার নাম ঠিকানা দিয়ে দিয়ে সাহায্য নেয়া যায় তাহলে কিন্তু সব সমস্যার সমাধান। আর এটা কোন স্বপ্ন নয়। প্রযুক্তির উৎকর্ষে এই ছোট্ট কাজটি করা যায় নিজের ঘরে বসেই। যে কোন
স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে কয়েক সেকেন্ডেই নামিয়ে নেয়া যায় এই সফটওয়্যারটি, এইসব অচেনা নাম্বার থেকে ফোনদাতার নাম ঠিকানা সবই বের করা যায় এটার দ্বারা! True caller নামের এই ছোট্ট অ্যাপস টি পাওয়া যায় গুগল প্লে স্টোরে। এটি ফোনে ইন্সটল করে নিতে হবে। তারপর কোন অচেনা নম্বর থেকে ফোন এলেই, স্রেফ জাদুর মত নিজের ফোনে ভেসে উঠবে কলদাতার নাম। তবে সেই নম্বরটি তার নামে রেজিস্ট্রেশন কৃত হতে হবে । আর সেই লোক যদি ফেসবুকে এই নম্বরটি ব্যবহার করে থাকেন, তাহলে তার ছবি সহই দেখা যাবে, আর ফেসবুকে বার বার নক করতে থাকা বিরক্তিকর নম্বরটিকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন ফেসবুকের মাধ্যমেও। ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ফোন নম্বরটি টাইপ করতে হবে এবং সে ব্যক্তি যদি এই ফোন নম্বরটি তার একাউন্টে ব্যবহার করে তাহলে তাকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব। LINE whoscall সফটওয়্যার টি অনেকটা ট্রুকলারের মতই এটিও অচেনা ফোনদাতার রেজিস্টার্ড নাম ও অন্যান্য তথ্য ও তার মোবাইলে লোকেশন অন থাকলে তার ঠিকানা ও দেখিয়ে দেবে । Mobile Number Locator অচেনা নম্বর থেকে ফোনদাতার রেজিস্টার্ড নাম জানবে এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপ। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দেবে।

নেট থেকে সংগৃহীত। 
সূত্রঃ bdnew 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...