স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

মোবাইলের মাধ্যমে আপনার অগোচরে গোয়েন্দাগিরি

আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন তা আপনার অগোচরে গোয়েন্দারা যেমন যেনে নিতে পারে তেমনি আপনার সঙ্গে থাকা স্মার্টফোনটিও অগোচরে আপনার সব তথ্য অন্যের হাতে তুলে দিতে পারে। আপনার পেছনে কোনো গোয়েন্দা না থাকলেও মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের লোকেশন ট্র্যাকিং বিপজ্জনক হয়ে উঠতে পারে।
মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় লোকেশন বা অবস্থান ট্র্যাক করার বিষয়টিতে সতর্ক থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা। গবেষকেরা জানিয়েছেন,

হাঁসতে পারেনা কে - হাঁসির গল্প

যাহারা বেস্ততার কারনে হাঁসতে পারেননা। তাদের আমি হাঁসাতে পারবনা। তবে বিশ্বাস করি যে,  এই পোস্ট খানা পড়লে কিছুটা হলেও আপনার মুখে হাঁসির পুটে ওঠবে।
hasir picture 

শুরু হওয়ার আগে

বাড়ি ফিরেই স্বামী বললেন, ‘কইগো, শুরু হওয়ার আগে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও’।
স্ত্রী পানি দিলেন।
খানিক বাদে স্বামী বললেন, ‘কইগো, শুরু হওয়ার আগে ভাতটাও দিয়ে দাও।’ স্ত্রী ভাতও দিলেন।
ভাত খেয়ে নিয়ে স্বামী বললেন, ‘শুরু হওয়ার আগে এক কাপ চা খাওয়াও তো…’
এবার চেঁচিয়ে উঠলেন স্ত্রী, ‘বলি কী শুরু হওয়ার আগে, হ্যাঁ? শুধু আবোলতাবোল কথা। একটার পর একটা ফরমায়েশ… আমি কি তোমার চাকর?…’
স্বামী বিড়বিড় করে বললেন, ‘শুরু হয়ে গেল!’

আকিকা (ইসলামী বিধানে আকিকা)

আকিকা কি
আকিকা ইসলামী জীবনধারার অন্যতম এক বিধান। আকিকা ফরজ কিংবা ওয়াজিব ইবাদত না হলেও ইসলামী শরিয়তে এর গুরুত্ব অনেক। আকিকার মাধ্যমে সন্তানের নিরাপত্তা সুরক্ষিত হয়, সন্তানের ওপর থেকে বালা-মুসিবত দূরীভূত হয়। হাদিসে আছে, হজরত সালমান ইবনে আমের দাবি্ব (রা.) থেকে বর্ণিত_ তিনি বলেন, আমি হুজুরকে (সা.) বলতে শুনেছি, ছেলের (জন্মের সঙ্গে সঙ্গে) আকিকা করা আবশ্যক। অতএব তার তরফ থেকে রক্ত প্রবাহিত করো। অর্থাৎ জন্তু জবাই করো এবং তার (ওপর) থেকে কষ্ট দূর করো। (বুখারি শরিফ)
পারিভাষিক অর্থে আকিকা হলো, নবজাতকের জন্মের সপ্তম দিনে বা এরপরে শুকরিয়াস্বরূপ তার জন্য আল্লাহর রাহে পশু জবাই করা। ইসলামী বিধানে আকিকা করা মুস্তাহাব আমল। আকিকার (পশুর) সংখ্যার ব্যাপারে বলা হয়েছে, নবজাত ছেলের জন্য দুটি ছাগল এবং কন্যাসন্তানের জন্য একটি ছাগল জবাই করা সুন্নত। তবে সামর্থ্য না থাকলে পুত্রসন্তানের জন্য একটি বকরি দিয়েও আকিকা করা যাবে। যেমন_ মহানবী (সা.) হজরত হাসানের (রা.) জন্য একটি বকরি দিয়ে আকিকা করেছিলেন।

কোরবানির জন্য যেসব পশু উপযুক্ত, আকিকার ক্ষেত্রেও সে ধরনের পশু জবাই করার নিয়ম। অর্থাৎ ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ বা উট দ্বারা আকিকা করতে হবে। কোরবানির সময়ও (জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ) আকিকা করা যায়। কোরবানির পশুর মধ্যে গরু, মহিষ বা উটে পুত্রসন্তানের জন্য ২ ভাগ এবং মেয়েসন্তানের জন্য এক অংশের দ্বারা আকিকা করা শরিয়তসম্মত এবং এসব বড় পশুর একটির মধ্যে একাধিকজনের আকিকা জায়েজ।

আকিকার গোশত কোরবানির গোশতের মতো সবাই খেতে পারবে। এ গোশত তিন ভাগ করে এক-তৃতীয়াংশ গরিব-মিসকিনদের জন্য সদকা করে দেওয়া, এক-তৃতীয়াংশ আত্মীয়-স্বজনের মধ্যে বণ্টন করা এবং বাকি এক-তৃতীয়াংশ নিজের জন্য রাখা সুন্নত অথবা পুরোটা বণ্টন করা বা নিজের জন্য রাখাও বৈধ। এ ব্যাপারে হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, আকিকার গোশত নিজেরাও খাবে এবং সদকাও করবে। আকিকার পশুর চামড়ার বিক্রয়লব্ধ টাকা গরিব-মিসকিনদের মধ্যে দান করে দেবে। আকিকার গোশত রান্না করেও বণ্টন করা যায়, আবার দাওয়াত দিয়ে লোকজনকে খাওয়ানোও জায়েজ আছে। কেউ নিজ সন্তানের আকিকা করতে অপারগ হলে তার পক্ষ থেকে অন্য যে কেউ আকিকা দিতে পারে। হাদিসে এসেছে, হজরত আলী (রা.) থেকে বর্ণিত_ তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) হাসানের জন্য একটি ছাগল দ্বারা আকিকা করেছিলেন। (তিরিমিজি) আকিকার গোশত নবজাতকের পিতা-মাতা, দাদা-দাদি খেতে পারবে না বলে যে কথা শোনা যায়, তা সম্পূর্ণ ভুল। তবে উপহার-উপঢৌকনের প্রত্যাশায় লোকজনকে দাওয়াত দিয়ে আকিকার অনুষ্ঠান করা বৈধ নয়। আকিকার মাধ্যমে সন্তানের অকল্যাণ, বালা-মুসিবত, রোগ-বালাই, নানা জটিলতা ও অশুভ বিষয়াদি দূর হয়। আকিকা করলে কিয়ামতের দিন সন্তান মা-বাবার জন্য সুপারিশ করবে। আকিকার মাধ্যমে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের সঙ্গে পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়।
সংগৃহীত-  সুত্রঃhttp://www.samakal.com.bd মু. রফিউজ্জামান আকন্দ

লজ্জা জনক একটা ঘটনা

ব্লগ লগইন করে বসে আসি অনেকক্ষণ হল। কি যে লেখব খুজে পাইনা। নানান তালবাহানা করে সময়  নষ্ট করলাম। হটাত করে মনে হল ছোট বেলার এক লজ্জাভরা ঘটনা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘটনাটা। ছোট বেলা কে না ভালবাসে বন্ধুদের সাথে আড্ডা দিতে। ছোট কালে আড্ডা দেওয়ার মত মজার জিনিস আর কি ছিল?? আমার জানা নাই। বন্ধুদের আড্ডাই পরে  গায়ের মানুষের কত খাওয়ার জিনিস ছুরি করে তার কি আর হিসাব মিলানো যাবে!! যাহোক আর সময় নষ্ট না করে ঘটনা শুরু করি।

নিজ ওয়েব সাইটে চলন্ত লেখা যুক্ত করুন

আপনার ব্লগে চলন্ত লেখা যোগ করতে আগ্রহী ?? তাহলে দেরি না করে নিচের HTML কোডটি দিয়ে আপনার ব্লগে যেকোন লেখা /বিগ্গাপন এবং নোটিস হিসেবে ইউজ করতে পারবেন।

আপনার ব্লগে একটি চলন্ত এনিমেটেড লেখা যুক্ত করতে নিচের কোড গুলি ইউজ করতে হবে:

বিশ্ব বিখ্যাত কমেডি সম্রাট মিস্টার বিনের ইসলাম ধর্ম গ্রহন


• অবশেষে বিশ্ব বিখ্যাত কমেডি অভিনেতা মিস্টার বিনের ইসলাম ধর্ম গ্রহন করেছেন ! তিনি ইসলামের প্রতি মানুষের ভালবাসা দেখে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নেন ।
• তাকে আরও অনুপ্রাণিত করে যখন তিনি

রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নীতিমালা প্রনয়ন

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠরত দেশের প্রায় ৩৮.০০ লক্ষ শিক্ষার্থীর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পদ্ধতি পরিবর্তন করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকার অনুমোদিত নিয়োগ পদ্ধতির বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ

নিজের পায়ের কারিশমা দেখিয়ে মেসি এবার গোল করলেন পেছন থেকে!

চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। মেসি যে গোলটা করেছেন গোল পোস্টের পেছন থেকে!
গোল সবাই গোলপোস্টের সামনে থেকেই করে। কিন্তু নিজের পায়ের কারিশমা দেখিয়ে মেসি এবার গোল করলেন পেছন থেকে! বলটা মেসি এমনভাবে মেরেছিলেন, স্পিনারদের হাত থেকে বেরোনো বলের মতো ঘুরছিল বলটা। সেই স্পিনের কারণেই গোল পোস্টের পেছন থেকে উড়ে এসে পোস্টের সামনে পড়ে বলটা আবার বিস্তারিত পড়তে ও ভিডিও দেখতে ক্লিক করুন

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...