স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

খুব সহজে নিজের মত করে যেকোনো ছবিকে আর্ট করুন

নিজের হোক বা পরিচত আপন জনের যে কারো ছবিকে ফ্রেম বন্ধি করা। নানান রকম ডিজাইনে সাজানো বা ছবিকে ফ্রেম বন্ধি করা অনেকের একটি সখ। কিন্তু আর্টের কাজ না যানাতে অনেকেই এই সখ মেটাতে পারেনা। হিহিহহি হাহাহাহা ঐ দিন শেষ। আপনি আর চিন্তা করবেন না। এখন আর্ট এর কাজ না জানলেও আপনিও মনের মত করে ছবিকে নানান রুপে সাজাতে পারবেন। নীচে আপনার জন্য কিছু নাম দিলাম। গুগল মামার সাহায্য নিন।  নীচের যে কোন একটি নাম চার্চ দিয়ে মনের মত করে ছবি আর্ট করে বন্ধুদের সাথে শিয়ার করেন। 

কষ্ট

আজ সকাল থেকে আকাশ মেঘলা। আকাশ যখন মেঘলা থাকে মনটা মেঘলা আকাশের মত কেন যানি গম্ভীর হয়ে পড়ে। আকাশের সাথে মনের গভীর মিল আছে। প্রতিদিনের মত সকালে অফিস এ আসলাম। কাজে কর্মে ঠিক মত মন বস্তেছেনা। জানালার পাশে বসে আকাশের দিকে তাকালাম মেঘলা আকাশ ভাল লাগেনা। মনের মাঝে বিরহ প্রেমের পুরানো সৃস্থি হা হা করে জ্বলে উঠলো। আজ অনেক দিন পর পাখির কথা মনে পড়ল। পাখি স্বামীর ঘরে হইত অনেক

জমি মাপার নিয়ম ও জমি মাপার সূত্র এবং ভূমির পরিমাণ পদ্ধতি জেনে নিন

জায়গা জমির হিসাব নিকাশ: গুগল থেকে খুজা খুজি করে জমি মাপার নিয়ম- ভূমির পরিমাণ পদ্ধতি বাহীর করলাম। আমার মত হয়ত অনেকেই জমি মাপার নিয়ম কিছু জানেনা। তাদের জন্য কাজে লাগবে আশা করি। যাহারা জমি মাপার নিয়ম জানেন পোস্টে ভুল থাকলে কমেন্ট করে জানালে উপকৃত হবো। এইবার মূল বিষয়ে পিরে যাওয়া হোক।    

ভূমির পরিমাণ পদ্ধতি
জমি মাপার নিয়ম কানুন ভূমি সংক্রান্ত যাবতীয় দলিলাদি লিখন, সরকারি হিসাব ও অফিসের কাজ ইত্যাদি যাবতীয় বিষয়ে ভূমির পরিমাপ। জমি মাপার নিয়মাবলী
ক) ডেসিমেল বা শতাংশ বা শতক। (১ শতক সমান ৪৩৫.৬০ বর্গফুট) 

ডেসিমেল বা শতাংশ বা শতক একই কথা। ১ শতাংশ = ১ শতক 
অর্থাৎ ০০০ যেমনঃ ১০০ শতক।  

খ) কাঠা। ( ১ কাঠা সমান ৭২০ বর্গফুট) 
গ) বিঘা। ( ১ বিঘা সমান  ১৪৪০০ বর্গফুট) এবং
ঘ) একর ( ১ একর সমান ৪৩৫৬০ বর্গফুট) 
এই পরিমাপ সর্ব এলাকায় সর্বজন গৃহীত। এটা "সরকারি মান"( Standerd Measurement) বলে পরিচিত।

উক্ত পরিমাপের কতিপয় নিম্নে প্রদান করা হলোঃ
ইঞ্চি, ফুট ও গজঃ
১২'' ইঞ্চি = ১ ফুট
৩ ফুট= ১ গজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...